বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আশুলিয়ায় চলন্ত বাস থেকে শাশুড়িকে ফেলে হত্যা করার মামলায় মেয়ে জামাই নূর ইসলাম ও তার মা আমেনা বেগমকে রিমান্ড দিয়েছেন আদালত। গতকাল ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম তারিকুল ইসলাম এ আদেশ দেন। আদালতের সরকারি কৌসুলি আনোয়ারুল কবির বাবুল বলেন, ঢাকার মুখ্য বিচারিক হাকিমের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক শাহজাহান নিহতের মেয়ের জামাই নূর ইসলাম ও তার মা (নিহতের বেয়াইন) আমেনা বেগমকে হাজির করে সাতদিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। এছাড়া একই তদন্ত কর্মকর্তা বিয়ের ঘটক স্বপনের জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক দু’জনকে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন ও একই বিচারকের কাছে বিয়ের ঘটক স্বপন দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এদিকে আদালতে আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।