প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
আজ উপমহাদেশের বরেণ্য সঙ্গীতশিল্পী রুনা লায়লার জন্মদিন। তার এবারের জন্মদিনটি কলকাতায় একটি পারিবারিক অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে পালন করবেন বলে জানান তিনি। পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে গতকাল সন্ধ্যায় কলকাতায় গিয়েছেন তিনি। সেখানে পারিবারিক অনুষ্ঠানে দু’দিন থেকে আগামী ১৯ নভেম্বর ঢাকায় ফিরবেন। ঢাকায় একদিন অবস্থান করে আগামী ২১ নভেম্বর লন্ডনের উদ্দেশ্যে রওয়ানা হবেন। ৭ ডিসেম্বর পর্যন্ত লন্ডনে অবস্থান শেষে ৮ ডিসেম্বর ঢাকায় ফিরবেন তিনি। রুনা লায়লা বলেন, ‘এবারের জন্মদিনে চাইলেও ঢাকায় থাকতে পারিনি। একটি পারিবারিক অনুষ্ঠানে অংশ নিতে কলকাতায় আসতে হয়েছে। তবে জন্মদিনে আমি আমার মুরুব্বীদের কাছ থেকে আশীর্বাদ কামনা করছি। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি সুস্থ্য থাকি, ভালো থাকি। আরো ভালো ভালো কিছু গান যেন গাইতে পারি। যত দিন বাঁচি, সম্মান নিয়ে যেন বাঁচতে পারি।’ বাংলাদেশের চলচ্চিত্রে রুনা লায়লা প্রথম প্লে-ব্যাক করেন ১৯৭০ সালে নজরুল ইসলাম পরিচালিত ‘স্বরলিপি’ চলচ্চিত্রে সুবল দাসের সুর সঙ্গীতে। ‘গানেরই খাতায় স্বরলিপি লিখে বলো কী হবে’ গানটিতে কন্ঠ দেন। এ পর্যন্ত চলচ্চিত্রে গান গেয়ে তিনি ছয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। ১৯৭৭ সালে আব্দুল লতিফ বাচ্চু পরিচালিত ‘যাদুর বাঁশি’ চলচ্চিত্রে প্লে-ব্যাক করার জন্য প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। এরপর তিনি একই সম্মাননায় ভূষিত হন ‘অ্যাকসিডেন্ট’, ‘অন্তরে অন্তরে’, ‘তুমি আসবে বলে’, ‘দেবদাস’, ‘প্রিয়া তুমি সুখী হও’ চলচ্চিত্রের জন্য। উল্লেখ্য, দেবু ভট্টাচার্য্যের সুরে প্রথম করাচী রেডিওতে একটি বিশেষ অনুষ্ঠানে প্রথম রুনা লায়লার কন্ঠে বাংলা গান শোনা যায়। ‘নোটন নোটন পায়রাগুলো’,‘আমি নদীর মতো কতো পথ পেরিয়ে’ গান তার কন্ঠে শোনা যায়। এই সঙ্গীতশিল্পী ১৮টি ভাষায় গান গাইতে পারেন। জন্মদিনে রুনা লায়লাকে বিনোদন প্রতিদিনের পক্ষ থেকে শুভেচ্ছা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।