Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুত্র সন্তানের বাবা হলেন সঙ্গীতশিল্পী হাবিব

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১১ জুলাই, ২০২১, ১২:০২ এএম

বাবা হলেন শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী হাবিব ওয়াহিদ। গত বুধবার ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন হাবিবের স্ত্রী আফসানা চৌধুরী (শিফা)। মা-ছেলে সুস্থ আছেন। গত বৃহস্পতিবার রাতে হাবিব তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এ তথ্য জানান। হাবিব লিখেন, মহান আল্লাহ আমাকে ও শিফাকে একটি পুত্র সন্তান দিয়েছেন। আমরা তার নাম রেখেছি আয়াত। সবাই আমাদের সন্তানের জন্য দোয়া করবেন। উল্লেখ্য, গত ১২ জানুয়ারি, হাবিব তার তৃতীয় বিয়ের ঘোষণা দেন। তিনি জানান, মহামারি করোনার কারণে ছোট পরিসরে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা স¤পন্ন হয়েছে। তবে কবে হাবিব-শিফা বিয়ে করেছেন তা জানাননি। পপ তারকা ফেরদৌস ওয়াহিদের পুত্র হাবিব ওয়াহিদ। ২০০৩ সালে লুবায়না নামে এক মেয়েকে ভালোবেসে বিয়ে করেছিলেন হাবিব। এ সংসার বেশিদিন টেকেনি। তারপর ২০১১ সালে চট্টগ্রামে এক কনসার্টে গান গাইতে গিয়ে গোপনে রেহানকে বিয়ে করেন হাবিব। এ ঘরে তাদের একটি পুত্র সন্তান রয়েছে। ২০২০ সালের শুরুতে তাদের সংসার ভেঙ্গে যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সঙ্গীতশিল্পী হাবিব
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ