Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জন্মদিনের সারপ্রাইজ পেয়ে আবেগাপ্লুত সঙ্গীতশিল্পী সালমা

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০২২, ১২:০২ এএম

গত ১৫ জানুয়ারি ছিল সঙ্গীতশিল্পী সালমার জন্মদিন। তার জন্মদিন উপলক্ষে তার স্বামী পুরো একটি পার্ক সাজিয়ে সেখানে তাকে নিয়ে সারপ্রাইজ দেন। এমন সারপ্রাইজে সালমা আবেগাপ্লুত হয়ে পড়েন। এই পার্কটি সালমা ও তার স্বামী নির্মাণ করেছেন। ময়মনসিংহের হালুয়াঘাটে শ্বশুরবাড়ি এলাকায় পার্কটি তারা প্রতিষ্ঠা করেছেন। জন্মদিনে সেই পার্কটি চমৎকারভাবে সাজিয়ে সালমাকে সারপ্রাইজ দেয়া হয়। সালমা বলেন, এমন সারপ্রাইজের জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। ময়মনসিংহে আমাদের একটি পার্ক রয়েছে। আমার স্বামী পার্কটির পুরোটা আমার জন্য রঙিন বেলুন ও ফুল দিয়ে সাজিয়েছেন। এত সুন্দর ডেকোরেশন যে মনে হয়েছে, জন্মদিনের সেরা উপহার পেলাম। মানুষটা আমাকে অন্তর দিয়ে ভালোবাসে। আমাদের স¤পর্ক হওয়ার পর প্রতি বছরই দেখছি, দিনটি জমকালোভাবে আমার স্বামী আয়োজন করে। আনন্দ আয়োজনের সেই মুহূর্তগুলো ফ্রেমবন্দী করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সালমার স্বামী এডভোকেট সানাউল্লাহ নূর সাগর। তিনি লিখেছেন, আমার জীবন আলোকিত করেছে যে দেবদূত, তাকে জন্মদিনের শুভেচ্ছা। আমি খুব কৃতজ্ঞ যে, আমি তোমার কাছে আমার পথ খুঁজে পেতে সক্ষম হয়েছি। আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত তোমাকে ভালোবাসতে চাই। তোমাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। অন্যদিকে, সালমা সেই ছবিগুলোর সঙ্গে একটি ভিডিও যুক্ত করে ফেসবুকে পোস্ট করেছেন। তিনি লিখেছেন, আমি তোমাকে বিশ্বাস করি, কিন্তু তুমি আমার স্বামী এজন্য নয়। আমি তোমাকে বিশ্বাস করার কারণ হল, একজন ভালো মানুষ হওয়ার সকল উপাত্ত তোমার মাঝে আছে। আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার হয়ে আছো এবং সবসময় থাকবে। আমার হৃদয় যেখানে, তুমি সেখানে। এদিকে সালমা বর্তমানে নতুনে গানের রেকর্ডিং ও স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন সালমা। প্রায় প্রতিদিনই দেশের এক মঞ্চ থেকে অন্য মঞ্চে ছুটে চলেছেন। উল্লেখ্য, সালমা ও তার স্বামীর নির্মিত পার্কটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এরপর থেকেই পার্কটির প্রতি বিনোদনপিয়াসীরা আসছেন। সালমা জানান, পর্যায়ক্রমে পার্কটিতে নতুন নতুন রাইড যুক্ত করার পরিকল্পনা নিয়ে কাজ করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আবেগাপ্লুত সঙ্গীতশিল্পী সালমা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ