প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
এবার বিয়ের খবর দিলেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী মরহুম খালিদ হাসানের ছেলে সঙ্গীতশিল্পী প্রতীক হাসান। গত বছর করোনার মধ্যে বিয়ে করলেও পরিবারের বাইরে খবরটি জানাননি তিনি। সম্প্রতি তিনি নিজের বিয়ের খবর দিয়েছেন। তার স্ত্রীর নাম মৌসুমী হাসান। তিনি ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। প্রতীক হাসান বলেন, পারিবারিকভাবে ধুমধাম করে বিয়ে করার ইচ্ছে ছিল। আমাদের আত্মীয়স্বজন অনেক বেশি। তাদের বেশির ভাগই দেশের বাইরে থাকেন। সবাইকে নিয়েই বড় পরিসরে অনুষ্ঠান করে বিয়ের কাজটি সম্পন্ন করতে চেয়েছিলাম। করোনার কারণে আয়োজন করে বিয়ে করা সম্ভব হয়নি। তাই ঘরোয়া আয়োজনেই পরিবারের অল্প সংখক মানুষ নিয়ে বিয়েটা সারতে হয়েছে। এ জন্য বিয়ের বিষয়টি কাউকে জানাইনি। খুব শিঘ্রই বড় পরিসরে অনুষ্ঠান করব। উল্লেখ্য, প্রতীকের বাগদান ও কাবিনের সময় দুই পরিবারের ঘনিষ্ঠ কয়েকজন আত্মীয় উপস্থিত ছিলেন। প্রতীক হাসান তার স্ত্রীকে আনুষ্ঠানিকভাবে বাসায় নিয়ে আসেননি। তবে দুই পরিবারে আসা-যাওয়া হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।