Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ সঙ্গীতশিল্পী ইমরানের জন্মদিন

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০২১, ১২:০২ এএম

আজ শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী ইমরান মাহমুদুলের জন্মদিন। জন্মদিন উপলক্ষে ইমরান প্রকাশ করছেন নতুন গান। ‘পরান বন্ধুরে’ শিরোনামের গানটি লিখেছেন কবির বকুল এবং সুর সঙ্গীত করেছেন ইমরান মাহমুদুল নিজেই। গানটি আজ সিএমভি’র ইউটিউব চানেলে প্রকাশিত হবে। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। ইমরান বলেন, ‘জন্মদিন উপলক্ষ্যেই পরাণ বন্ধুরে গানটি করেছি। যারা আমাকে এবং আমার গানকে ভালোবাসেন তাদেরকে জন্মদিনে আমার পক্ষ থেকে এই উপহার। জন্মদিনে আমার জন্য সবাই দোয়া করবেন যেন ভালো থাকি, সুস্থ থাকি।’ এদিকে জন্মদিন উপলক্ষ্যে ইমরানের অনেক জনপ্রিয় গানের সহশিল্পী দিলশাদ নাহার কনা বলেন, ইমরান খুব ভালো মনের একজন মানুষ। খুব ভালো গায় এবং ভালো সুর সঙ্গীত করে বলেই ইমরান তার নিজের চেষ্টায় আজ এতদূর আসতে পেরেছে। সঙ্গীতশিল্পী সানিয়া সুলতানা লিজা বলেন, ইমরান একজন ভদ্র মানুষ। একজন গায়ক হিসেবেও অনন্য, অসাধারণ। গায়ক হিসেবে শীর্ষস্থানে অবস্থান করছে। এমনস্থানে অবস্থান করলে অনেকেই বদলে যায়। কিন্তু ইমরান একটুও বদলায়নি। আমি তার আরো সাফল্য কামনা করছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সঙ্গীতশিল্পী ইমরান
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ