Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আর্জেন্টিনা দলে ‘ফিরবেন’ মেসি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

২০১৯ সালে লিওনেল মেসি আর্জেন্টিনা দলের সঙ্গে যুক্ত হবেন বলে মনে করেন দলটির জেনারেল ম্যানেজার জর্জি বুরুচাগা। একই বছর ব্রাজিলে অনুষ্ঠিত কোপা আমেরিকা প্রতিযোগিতায় মেসি দেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন বলে আত্মবিশ্বাসী ছিয়াশি বিশ্বকাপের ফাইনালে গোল করা সাবেক এই স্ট্রাইকার।

ক্লাব ফুটবলে সব সাফল্য পাওয়া মেসির আক্ষেপ রয়েছে জাতীয় দলকে নিয়ে। চারবার দলকে বৈশ্বিক টুর্নামেন্টের ফাইনালে নিয়েও কোন শিরোপা জিততে পারেননি ৩১ বছর বয়সী ফরোয়ার্ড। রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলয় ফ্রান্সের কাছে হেরে বিদায় নেয় আর্জেন্টিনা। এর পর থেকে জাতীয় দলের বাইরে রয়েছেন ফুটবল জাদুকর। তবে বুরুচাগা আত্মবিশ্বাসী জাতীয় দলে মেসির ফেরা নিয়ে, ‘মেসির ফেরার সঠিক তারিখটা এখন বলা যাচ্ছে না, তবে এই বছর শেষ না হওয়া পর্যন্ত সে ফিরবে না। তার জাতীয় দলে না ফেরাটা অসম্ভব। এটা নশ্বর। আমি নিশ্চিত যে, পরের বছর সে আর্জেন্টিনা জাতীয় দলে যোগ দেবে।’

সম্প্রতি জাতীয় দলে মেসির ফেরার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন ডিয়েগো ম্যারাডোনাও। স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কার এক প্রশ্নের জবাবে ছিয়াশি বিশ্বকাপের মহানায়ক বলেন, ‘আমি তেনটাই মনে করি।’ সর্বকালের অন্যতম সেরা ফুটবলার আরো বলেন, ‘আমরা তাকে চাই, কারণ তাকে ছাড়া আমরা সমস্যায় পড়ব।’

আপতকালীন কোচ লিওনেল স্কোলানির অধীনে চলতি মাসে মেক্সিকোর বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মেসি

৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ