Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীতে আটক ৫৬

মাদক ও ডাকাতি

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে মাদক সেবন, বিক্রি ও ডাকাতির অভিযোগে ৫৬ জনকে আটক করেছে ঢাকা মহনগর পুলিশ (ডিএমপি) ও র‌্যাব। গত রোববার সকাল ৬টা থেকে গতকাল পর্যন্ত এ অভিযান চলে।
র‌্যাব-২ সূত্র বলেন, মোহাম্মদপুরের হুমায়ুন রোডের নবীন সংঘ খেলার মাঠের পেছনের পানির পাম্পের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করা হয়। তারা হলো- ইয়ামিন, শাকিল মোল্লা, রুবেল, সুজন খান ও ইয়াকুব হোসেন। এ সময় তাদের কাছ থেকে ১টি চাপাতি, ১টি ছুরি, ১টি চাকু ও ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে রাজধানী ও আশপাশের এলাকায় ছিনতাই ও ডাকাতি করে আসছে বলে র‌্যাবের কাছে স্বীকার করে।
র‌্যাব-৩ সূত্র বলেন, পশ্চিম রামপুরা এলাকা থেকে ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৩ এর একটি দল। গ্রেফতারকৃতরা হলো- আবুল হোসেন ও মো. রুবেল। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৩৬০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২টি মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
ডিএমপির ডিসি (মিডিয়া) মাসুদুর রহমান বলেন, গত ২৪ ঘন্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় থানা ও গোয়েন্দা পুলিশ পৃথক অভিযান চালিয়ে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৪৯ জনকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ৪ হাজার ৫৭৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৭৮২ গ্রাম হেরোইন, ৪ কেজি ১০০ গ্রাম গাঁজা ও ৭টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে ৩৮টি মামলা করা হয়েছে। 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ