Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তসলিমার মন্তব্যে দ্বিধাবিভক্ত পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবীরা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০১৮, ৯:০৫ পিএম | আপডেট : ১২:১০ এএম, ১১ নভেম্বর, ২০১৮

তসলিমা নাসরিন বিতর্কের আরেক নাম৷ মৌলবাদীদের বিরুদ্ধে হুংকার থেকে ব্যক্তিগত সম্পর্কের একান্ত মুহূর্ত লেখায় তুলে আনা, নানা কারণে তিনি আলোচিত ও বিতর্কিত৷ স্বদেশ বাংলাদেশ থেকে তো বটেই, কলকাতাতেও ঠাই নেই ‘লজ্জা’র লেখিকার৷ বাম সরকারের আমলে তাকে কলকাতা ছাড়তে হয়েছিল, এখনও বাংলার দরজা তার সামনে বন্ধ৷
ভারতে বহু বছর ধরে বাস করছেন তসলিমা নাসরিন। প্রথমে পশ্চিমবঙ্গে থাকলেও এখন বাস করছেন দিল্লিতে। এবার সেখানে বসেই পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবীদের সম্পর্কে বিরূপ মন্তব্য করে ফের আলোচনায় এসেছেন তিনি। সম্প্রতি তসলিমা নাসরিন ফেসবুকে লিখেছেন, ‘পশ্চিমবঙ্গের সাহিত্যিকদের মধ্যে ইথিক্স বলে হয়তো এককালে, তিরিশ বা চল্লিশের দশকে, কিছু ছিল। এখন একেকজন সরকারের চাটুকার বনে যাচ্ছেন সে যে সরকারই হোক। বড় কোনও একাডেমিতে বড় কোনও পদ, নানা রকম সরকারি পুরস্কার, সুযোগ সুবিধে টাকা পয়সা অঢেল পেয়ে পাওয়ার লোভ তাদের প্রচণ্ড।’
তসলিমার এমন মন্তব্যে দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবীরা। কেউ কেউ তার এমন সমন্তব্যকে সমর্থন জানালেও বিরোধিতা নেমেছেন অনেকেই। তসলিমা ফেসবুকে তার সম্পর্কে করা পশ্চিমবঙ্গের অনেক সাহিত্যিকের মন্তব্য পোস্ট করেছেন। সেখানে সুনীল গঙ্গোপাধ্যায়, শঙ্খ ঘোষ, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সমরেশ মজুমদার থেকে অনিল বিশ্বাস, আজিজুল হক, মহম্মদ সেলিমের মতো ব্যক্তিরাও আছেন। তালিকায় রয়েছেন কবি সুবোধ সরকারও। তসলিমার মন্তব্যের প্রতিক্রিয়ায় কবি সুবোধ সরকার ডয়চে ভেলেকে বলেন, ‘উনি নিজে কোথায় কোথায় চাটুকারিতা করেছেন, আগে সেটার উত্তর দিন। পশ্চিমবঙ্গে কার কার চাটুকার ছিলেন, সেটা মানুষ জানেন। ওকে নিয়ে কথা বলতেও আমার রুচিতে বাধে। যে সুনীল গঙ্গোপাধ্যায়ের মতো মানুষকে কুৎসা রটিয়ে মৃত্যুর দিকে ঠেলে দেয়, নিজের বাবার সম্পর্কে এসব লেখে, তাকে আমি আর মানুষ বলে ভাবি না।’ তসলিমার লেখার একটা বড় অংশ জুড়ে রয়েছে তার সঙ্গে বিশিষ্টজনদের সম্পর্কের কথা। সেই সূত্রে তিনি পোস্টের একাংশে #মি টু প্রসঙ্গে বলেছেন, ‘আজকে মি-টু আন্দোলনকে স্বাগত জানাবে, অথচ বিখ্যাত এক পুরুষের যৌন হেনস্থার বিরুদ্ধে প্রতিবাদ আছে বলে দ্বিখণ্ডিতকে গালি দেবেÍ এ হিপোক্রেসি ছাড়া কিছু নয়।’ সাহিত্যিক সঙ্গীতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কখন আমি কোন কথাটা বলব, সেটা আমার নিজস্ব ব্যাপার। তসলিমা দ্বিখণ্ডিততে যাদের নাম করে লিখেছেন, সেটা তার অধিকারের মধ্যে পড়ে। তখন বলতে পারেননি, এখন বলেছেন। এতে কোনো অন্যায় নেই। এ নিয়ে কোনো প্রশ্ন তোলা উচিত নয়। যার সাহস আছে, যার নাম নেওয়ার ক্ষমতা আছে, সে নাম নিয়েছে। বেশ করেছে। আবার যদি করেন, বেশ করবেন।’
সংস্কৃতি কর্মী ও অভিনেতা বাদশা মৈত্র বলেছেন, ‘পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবীদের এই সময় দাঁড়িয়ে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা নেওয়া উচিত ছিল, যেটা তারা করছেন না।’ অপরদিকে বিশিষ্ট শিক্ষাবিদ পবিত্র সরকার তসলিমার প্রশংসা করলেও তার বক্তব্য, ‘সব বুদ্ধিজীবী সরকারের চাটুকার নন। এটা তসলিমার জানা উচিত। সরকারের সমর্থকরা অনাচার সত্বেও মুখবন্ধ করে থাকেন এটা ঠিক। কিন্তু বিরোধী বুদ্ধিজীবীরা সরকারের সমালোচনা করেন। শঙ্খ ঘোষও সরকারের সমালোচক। তাকেও যদি তসলিমা আক্রমণ করে থাকেন, তাহলে বড় ভুল করেছেন।’ আর সুবোধ সরকার বলেন, ‘সংখ্যালঘুদের পক্ষে ওর সওয়াল একটা রাজনৈতিক কৌশল। নারী অধিকারের পক্ষে, মেয়েদের জন্য উনি যে কান্নাকাটি করেন, সেটাও আসলে নিজের জন্য কান্নাকাটি।’সূত্র: ডয়েশ্চ ভ্যালে।

 

 

 

 



 

Show all comments
  • মাহবুব ১১ নভেম্বর, ২০১৮, ১:১৯ এএম says : 0
    এখানে আপনি আপনার মন্তব্য করতে পারেন বিতর্কিত লেখিকার অল্প লেখা মন দিয়ে পড়ার চেষ্টা করেছি।তিনি নারী অধিকার আন্দোলনের বৈশ্বিক কর্মি ।অভিজ্ঞতা তাঁর দর্শনের সিংহভাগ জুড়ে অস্থিরতা,উগ্রতা,পুরুষ বিদ্বেষী ও তার কারণ ব্যাখ্যায় সত্য-জ্ঞান আছে কিন্তু সার্বিকভাবে মিশ্রন ।সে এখনও স্থির নয় ।কখনও ধর্ম বিরোধী আবার ধর্মের পক্ষের লেখাও দেখেছি ।বিশ্ব,মুসলিম দুনিয়ার বিদ্রোহী নারীদের আপন লজিক সাপোর্টে পৃষ্ঠপোষকতা প্রদান করে বিখ্যাত করে দেয় ।এই লেখিকা তার মধ্যে অন্যতম ।তবে তাঁকেও গঠনমূলক ভাষায় সমালোচনা করা উচিত বলে মনে করি ।তাছাড়া নারী নির্যাতনের হাকাকার কথার সঠিট অংশ পুরুষদের শোনা দরকার ।ইসলাম ব্যক্তির মধ্যে নয় ।যে সময় আধুনিক দর্শন পড়তে ব্যয় করেছেন,তার অর্ধেক সময় নিয়ে ,ইসলাম নিয়ে পড়াশুনা করে মন্তব্য করার অনুরোধ রাখছি।লেখিকার অনুভবে সৃষ্টিকর্তার অস্তিত্ব না পেলেও বহু জ্ঞানী পেয়েছেন,তাছাড়া আল্লাহ এক সৃষ্টিকর্তা ও বিচারক,সে জন্যে কারো সত্যায়িত প্রয়োজন নেই ।অনেকে ও লেখিকা যে বাড়াবাড়ি করেন তা উভয় মেরুর উজ্জ্বলতা কমায় বলে মনে হয় ।আল্লাহ ভালো জানেন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তসলিমা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ