Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টাঙ্গাইলে অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী আটক

টাঙ্গাইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

টাঙ্গাইলের ঘাটাইলে বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্র, বিপুল পরিমাণ গুলি ও ফেন্সিডিলসহ রাসেল নামের এক সন্ত্রাসীকে আটক করেছে ঘাটাইল থানা পুলিশ। রাসেল উপজেলা পৌর এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে।

গতকাল শনিবার দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঘাটাইল থানা পুলিশের একটি দল পৌর এলাকার ৭ নং ওয়ার্ডের চেয়ারম্যান বাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় চিহিৃত সন্ত্রাসী রাসেলের বাড়িতে অভিযান চালিয়ে একটি ৭.৬৫ মেড ইন ইউএসএ পিস্তল ও ৬০ রাউন্ড গুলি, একটি বিদেশি রিভালভার ও ৫ রাউন্ড গুলি, ৭.৬৫ পিস্তলের বিভিন্ন যন্ত্রাংশ ও তিনটি ম্যাগাজিন এবং ৪০০ বোতল ফেন্সিডিলসহ রাসেলকে আটক করা হয়। তিনি আরো বলেন, রাসেলের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ