Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় নারী-শিশুসহ আহত ১০

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০১৮, ২:৩৬ পিএম

শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার শহরতলী থলিয়ারাতে প্রতিপক্ষের হামলায় নারী-শিশুসহ কমপক্ষে ১০জন আহত হয়েছে। এসময় ঘর ভাংচুর, টাকা-পয়সাসহ স্বর্নালংকার লুট করা হয়। বসত ঘর থেকে লোকজন বের করে তাল ঝুলিয়ে দিয়েছে সন্ত্রাসীরা। জানা যায়, শুক্রবার রাত ১০টায় সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের থলিয়ারা গ্রামের কালা গাজি মুন্সী বাড়ির গাজি আব্দুর মজিদের সাথে একইবাড়ির গাজি জাহাঙ্গীরের সাথে বাড়ির জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গাজি জাহাঙ্গীরের নেতৃত্বে ২০/২৫জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে প্রতিপক্ষের বাড়ি ঘরে হামলা চালায়। এসময় পরিবারের সদস্যরা রাতের খাবার খেয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল। তাদের হামলায় গাজি রতন, গাজি আব্দুর রহিম, গাজি রাশিক, গাজি আব্দুল মজিদ, শারমীন আক্তার (১৯), রোজিনা আক্তার (২০) শিশু আদিলসহ কমপক্ষে ১০জন আহত হয়। আহতদের মধ্যে ৪জনকে জেলা সদর হাসপাতালে ভর্তি ও অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ভর্তিদের মধ্যে গাজি রবিন ও গাজি রহিমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন করা হয়েছে। হামলাকারী ঘরে রক্ষিত টাকা, স্বণালংকারসহ বিভিন্ন দামি জিনিসপত্র লুট করে এবং অন্যান্য জিনিসপত্র বাইরে ফেলে দিয়ে ঘরে তালা ঝুলিয়ে দেয়। এ ঘটনার পর আহতরা জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসার পথে বিরাসার নামক স্থানে ফের হামলা চালায়। এ ঘটনায় সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হামলা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ