প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা বিদ্যা সিনহা মিম গোলাম সোহরাব দোদুলের পরিচালনাধীন সিনেমা ‘সাপলুডু’র কাজ শুরু করেছেন। আগামী প্রায় এক মাস সিনেমাটির কাজ নিয়ে ব্যস্ত থাকবেন তিনি। সিনেমাটির শূটিং এখন মানিকগঞ্জে চলছে। এতে তার বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক আরিফিন শুভ। মিম বলেন, ‘যেহেতু দোদুল ভাইয়ের প্রথম সিনেমা, তাই দোদুল ভাই চেষ্টা করছেন তার মেধার সবটুকু দিয়ে কাজ করতে। আমরা যারা কাজ করছি প্রত্যেকেই যার যার মতো চেষ্টা করছি তার ইচ্ছাকে প্রাধান্য দিয়ে ভালোভাবে কাজ করতে। এই সিনেমায় আমি যে চরিত্রে কাজ করছি তা নিয়ে বেশ সন্তুষ্ট। দর্শক এই সিনেমায় আমাকে একেবারেই নতুনরূপে দেখতে পাবেন।’ এদিকে মিম অভিনীত মুক্তি প্রতীক্ষিত সিনেমার মধ্যে রয়েছে তারেক শিকদারের ‘দাগ’। এতে তার বিপরীতে আছেন বাপ্পী। তার অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ দুটি সিনেমা হচ্ছে সৈকত নাসিরের ‘পাষাণ’ ও রাজা চন্দের ‘সুলতান’। প্রয়াত পরিচালক খালিদ মাহমুদ মিঠু পরিচালিত ‘জোনাকীর আলো’ সিনেমায় অভিনয় করে মিম প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। তার অভিনীত প্রথম সিনেমা হূমায়ুন আহমেদ’র ‘আমার আছে জল’। তবে দ্বিতীয় সিনেমা জাকির হোসেন রাজু পরিচালিত ‘আমার প্রাণের প্রিয়া’তে অভিনয় করে তিনি আলোচনায় আসেন নায়িকা হিসেবে। এতে তার বিপরীতে ছিলেন শাকিব খান। তন্ময় তানসেন পরিচালিত ‘পদ্মপাতার জল’ সিনেমায় দর্শক ভিন্ন ধরনের চিরত্রে দেখেছিল। মিম জানান, ‘সাপলুডু’তে তমেনই ভিন্ন একটি চরিত্রে দেখা যাবে তাকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।