Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১/১১-এর সেই অর্থ ফেরত দেয়ার আদেশ স্থগিত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০১৮, ২:৫৩ পিএম
ওয়ান ইলেভেনের সময় বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীদের কাছ থেকে আদায় করা ফেরত দেয়ার আদেশ স্থগিত করেছে আপিল বিভাগ। মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন।
 
জানা যায়, ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে ১ হাজার ২৩১ কোটি ৯৫ লাখ ৬৪ হাজার ৯২৫ টাকা সরকারি কোষাগারে জমা করা হয়। পরে ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান এই টাকা ফেরত চেয়ে আদালতের দারস্থ হন।
 
এরপর ১১টি প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছ থেকে নেয়া ৬১৫ কোটি ৫৫ লাখ টাকা ফেরত দিতে নির্দেশ দেন হাইকোর্ট।
 
কিন্তু এই টাকা যেন ফেরত দিতে না হয় সে জন্য হাইকোর্টের রায় বাতিল চেয়ে আপিল করে বাংলাদেশ ব্যাংক। আপিল বিভাগও হাইকোর্টের ওই আদেশ বহাল রাখেন।
 
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের করা আবেদন খারিজ করে দিয়ে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বেঞ্চ ওই অর্থ ফেরত দিতে রায় দিয়েছিলেন।
 
ওই সময় ৯০ দিনের মধ্যে ব্যবসায়ীদের টাকা ফেরত দেয়ার কথা বলা হয়।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অর্থ ফেরত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ