Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফরম পূরণের নেয়া অতিরিক্ত অর্থ ফেরতের নির্দেশ ১৭ প্রতিষ্ঠানকে

প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা : সরকার নির্ধারিত ভর্তি ফিয়ের বাইরে আদায় করা অতিরিক্ত অর্থ ফেরত দেওয়ার জন্য নীলফামারীর ১৭টি শিক্ষা প্রতিষ্ঠানকে নির্দেশ দিয়েছেন। দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড গত ৪ ফেব্রুয়ারি বিকেলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এ নির্দেশ দিয়ে চিঠি দিয়েছে বোর্ড কর্তৃপক্ষ। কিন্তু অধিকাংশ প্রতিষ্ঠানে ওই নির্দেশনা মানা হচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে। ওইসব শিক্ষা প্রতিষ্ঠান ২০১৬ সালের এসএসসি পরীক্ষায় শিক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণের জন্য অতিরিক্ত ফি আদায় করে। এইসব প্রতিষ্ঠানগুলোকে অর্থ ফেরৎ দেওয়ার জন্য লিখিত চিঠি দেওয়া হয়েছে। অর্থ ফেরত দিয়ে ৮ ফেব্রুয়ারি মধ্যে অর্থ ফেরত দেওয়ার প্রমাণপত্র বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শাখায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানা গেছে, নীলফামারী জেলার ১৭টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে সৈয়দপুর উপজেলার লায়ন্স স্কুল এন্ড কলেজ, সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ, কয়া গোলাহাট উচ্চ বিদ্যালয় ও তুলসীরাম বালিকা উচ্চ বিদ্যালয়, নীলফামারী সদর উপজেলার নীলফামারী সরকারী বালক উচ্চ বিদ্যালয়, নীলফামারী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, ছমির উদ্দিন স্কুল এন্ড কলেজ, নগর দারোয়ানী উচ্চ বিদ্যালয়, রাবেয়া বালিকা বিদ্যা নিকেতন, শহীদ জিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, আদর্শ উচ্চ বিদ্যালয়, নীলফামারী নতুন উচ্চ বিদ্যালয়, জলঢাকা উপজেলার জলঢাকা পাইলট উচ্চ বিদ্যালয় ও টেঙ্গনমারী স্কুল এন্ড কলেজ, ডোমার উপজেলার ডোমার সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ও ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় এবং ডিমলা উপজেলার রানীবৃন্দারানী সরকারী উচ্চ বিদ্যালয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফরম পূরণের নেয়া অতিরিক্ত অর্থ ফেরতের নির্দেশ ১৭ প্রতিষ্ঠানকে
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ