পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
এবার কথিত ই-কমার্স প্রতিষ্ঠান ‘ই-অরেঞ্জ’র হাতিয়ে নেয়া ৭৭ কোটি টাকা ফেরত পাওয়ার নির্দেশনা চেয়ে রিট করেছেন ৫০০ গ্রাহক। রিটে গ্রাহকের টাকা আত্মসাতের ঘটনার সুষ্ঠু তদন্ত চাওয়া হয়েছে।
গতকাল রোববার তারেক আলমসহ ৫ শতাধিক গ্রাহকের পক্ষে রিট ফাইল করেন ব্যারিস্টার এম. আব্দুল কাইয়ুম। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে রিটটি শুনানির জন্য ইতিমধ্যেই উপস্থাপন করা হয়েছে। আজ সোমবার এ বিষয়ে শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। রিটে দুর্নীতি দমন কমিশন (দুদক), বাংলাদেশ ব্যাংক, বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিবাদী করা হয়েছে।
প্রসঙ্গত, ২০০৭ সালে যাত্রা শুরু করা অনলাইন শপ ‘ই-অরেঞ্জ’র বিরুদ্ধে গত বছর গ্রাহকের টাকা নিয়ে সময়মতো পণ্য সরবরাহ না করার অভিযোগ ওঠে। পণ্য ডেলিভারি না দেয়া এবং অগ্রিম নেয়া অর্থ ফেরত না দেয়ায় ই-অরেঞ্জের বিরুদ্ধে গ্রাহকদের ১১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ইতিপূর্বে দায়ের হওয়া এক মামলায় প্রতিষ্ঠানটির মালিক সোনিয়া মেহজাবিন ও তার স্বামী মাসুকুর রহমান বর্তমানে কারাগারে রয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।