Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফিফা প্রীতি ম্যাচ খেলা হচ্ছে না বাংলাদেশের!

স্পোর্টস রিপোর্টার : | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

প্রতিপক্ষ না পাওয়ায় চলতি মাসে ফিফা প্রীতি ম্যাচ খেলা হচ্ছেনা বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। আগামী ১২ থেকে ২০ নভেম্বর ফিফা ফ্রেন্ডলির উইন্ডোতে একটি ম্যাচ খেলার পরিকল্পনা ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফের)। কিন্তু অনেক চেষ্টার পরও জাতীয় দলের জন্য প্রতিপক্ষ ঠিক করতে পারেনি বাফুফে। ফলে তাদের সব চেষ্টাই বৃথা গেল।
প্রীতি ম্যাচ খেলার জন্য ভুটান ও শ্রীলঙ্কাকে আমন্ত্রণ জানিয়েছিল বাফুফে। এমনকি এ দুই দেশকে ত্রিদেশীয় সিরিজ খেলারও প্রস্তাব দিয়েছিল তারা। কিন্তু ভুটান আগেই না করে দিয়েছিল। তাই শেষ ভরসা ছিল লঙ্কানরা। কিন্তু শ্রীলঙ্কার রাজনৈতিক পরিস্থিতি ভাল না থাকার কারণে শেষ পর্যন্ত তারাও না করে দিয়েছে। তাই বাফুফের চোখ এখন আগামী বছর মার্চ মাসের উইন্ডোতে। বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ জানান, তারা আগামী মার্চের উইন্ডোতে প্রতিপক্ষ দল পেতে এখন থেকেই যোগাযোগ শুরু করবেন।
এ প্রসঙ্গে বাফুফের টেকনিক্যাল অ্যান্ড স্ট্র্যাটেজিক ডাইরেক্টর পল স্মলি বলেন, ‘বিলম্বে যোগাযোগ শুরু করার কারণে নভেম্বরে দল ম্যানেজ করা সম্ভব হয়নি। তবে সভাপতি কাজী সালাউদ্দিনকে আমি পরবতর্তী উইন্ডোতে প্রতিপক্ষ দল পাওয়ার জন্য এখন থেকেই যোগাযোগ শুরুর কথা জানিয়েছি।’
ফিফা প্রীতি ম্যাচ না হওয়ায় চলমান ওয়ালটন ফেডারেশন কাপের কোয়ার্টার ও সেমিফাইনালের মধ্যে যে লম্বা বিরতি ছিল তা কমিয়ে আনা হবে বলে জানান বাফুফে সাধারণ সম্পাদক



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফিফা

২৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ