Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পিপার স্প্রেসহ আটক ২

শুকরানা মাহফিলে বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসা ছাত্রের মৃত্যু

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুকরানা মাহফিলে আসা এক মাদরাসা শিক্ষার্থী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছেন। নিহত শিক্ষার্থীর নাম সাইফুল ইসলাম। তিনি ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের ইসলামপুর মাদরাসার মেশকাত জামাতের ছাত্র ছিলেন। তার বাড়ি হবিগঞ্জের মাধবপুরে। জানা গেছে, রোববার দুপুরে মাহফিল চলাকালীন সোহরাওয়ার্দী উদ্যানের সীমানা প্রাচীর টপকে পার হওয়ার সময় গ্রিলে থাকা বিদ্যুৎ লাইনে স্পৃষ্ট হন সাইফুল। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া বলেন, উদ্যানের সীমানা প্রাচীর টপকে প্রবেশের সময় এ দুর্ঘটনা ঘটে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢামেক জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। শুকরানা মাহফিলে পিপার স্প্রে নিয়ে প্রবেশের চেষ্টা করায় দুই জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। হাজারিবাগ থানার এএসআই মো. রফিক বলেন, আটক দুই জনকে শাহবাগ থানায় পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ