বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিলেট সদর উপজেলার পুরান কালারুকা দারুচ্ছুন্নাহ ইসলামিয়া দাখিল মাদরাসায় সন্ত্রাসী হামলার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে গতকাল দুপুরে সিলেট সদর উপজেলা সচেতন নাগরিক ফোরামের উদ্যোগে সিলেটে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) স›দ্বীপ কুমার সিংহ।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন নেজামে ইসলামী পার্টির কেন্দ্রীয় সভাপতি এডভোকেট মাওলানা আব্দুর রকিব, ফোরামের আহবায়ক আজির উদ্দিন পাশা, সদস্য সচিব মোঃ শরীফ উদ্দিন, পুরান কালারুকা দারুচ্ছুন্নাহ ইসলামিয়া দাখিল মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মাওলানা মুজাহিদ উদ্দিন, সুপার মাওলানা এরশাদ খান, টিভি গেইট মাদরাসার সুপার সৈয়দ কুতবুল আলম, সিরাজুল ইসলাম আলীম মাদরাসার আরবী প্রভাষক মাওলানা কারী নূরুল হক, শিক্ষক আবুল বাশার প্রমুখ। এর আগে দুপুর ১২টা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সিলেট সদর উপজেলা সচেতন নাগরিক ফোরামের উদ্যোগে এক বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, মাদরাসার পূর্ব নির্ধারিত ওয়াজ মাহফিলে হামলা চালিয়ে মাইক, প্যান্ডেল, জেনারেটরসহ মাদরসার নবনির্মিত ভবন, টিনসেড ঘর, দরজা, জানালা ও অন্যান্য আসবাবপত্রসহ সরকারি সম্পদ ভাংচুর এবং লুট করে নেয়।
হামলাকারীরা হত্যার উদ্দেশ্যে নিরীহ ছাত্র-শিক্ষকের উপর হামলা চালায়। বক্তারা হামলার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তি এবং মাদরাসার ক্ষয়-ক্ষতি পূরণসহ আহতদের চিকিৎসা ব্যয়ভার প্রদানের দাবি জানান। স্মারকলিপিতে উক্ত দাবিগুলো আদায়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জেলা প্রশাসকের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
ফোরামের আহবায়ক আজির উদ্দিন পাশার সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ শরীফ উদ্দিনের পরিচালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন নেজামে ইসলামী পার্টির কেন্দ্রীয় সভাপতি এডভোকেট মাওলানা আব্দুর রকিব, পুরান কালারুকা দারুচ্ছুন্নাহ ইসলামিয়া দাখিল মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মাওলানা মুজাহিদ উদ্দিন, সুপার মাওলানা এরশাদ খান, টিভি গেইট মাদরাসার সুপার সৈয়দ কুতবুল আলম, সিরাজুল ইসলাম আলীম মাদরাসার আরবী প্রভাষক মাওলানা কারী নূরুল হক, শিক্ষক আবুল বাশার, বাদাঘাট মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষক জাফর আহমদ, সিএনজি অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ফরিদ উদ্দিনসহ প্রমুখ। বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।