Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাশ্চাত্যে আশ্রয় চাইলেন আসিয়া বিবির স্বামী

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

পশ্চিমা দুনিয়ায় আশ্রয় চেয়েছেন ধর্ম অবমাননার অভিযোগ থেকে পাকিস্তানের আদালতে খালাস পাওয়া আসিয়া বিবির স্বামী আশিক মাসিহ। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র বা কানাডায় আশ্রয় নিতে চান তিনি। পাকিস্তানে বড় ধরনের বিপদে থাকার কথাও জানিয়েছেন আশিক মাসিহ। অন্যদিকে নিজের জীবন নিয়ে শঙ্কার কথা জানিয়ে শনিবার ইউরোপের উদ্দেশে দেশত্যাগ করেছেন আসিয়া বিবির আইনজীবী সাইফ মুলক। ইতোমধ্যেই অবশ্য বেশ কয়েকটি দেশ আসিয়া বিবিকে আশ্রয়ের প্রস্তাব দিয়েছে। এক ভিডিও বার্তায় তার স্বামী বলেন, নিজের পরিবারের সুরক্ষা নিয়ে তিনি শঙ্কিত। তিনি বলেন, ‘আমি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি আমাদের সাহায্য করুন এবং যতদূর সম্ভব আমাদের স্বাধীনতা দিন।’ কানাডা ও যুক্তরাষ্ট্রের নেতাদেরও সাহায্য চেয়েছেন তিনি। আশিক মাসিহ জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে’কে বলেন, বর্তমান পরিস্থিতি আমাদের জন্য খুবই বিপজ্জনক। আমাদের কোনও নিরাপত্তা নেই। এখানে সেখানে লুকিয়ে থাকতে হচ্ছে। ঘন ঘন স্থান পরিবর্তন করতে হচ্ছে। তিনি বলেন, আমার স্ত্রী আসিয়া বিবি ইতোমধ্যেই ব্যাপক ভোগান্তির শিকার হয়েছেন। ১০ বছর তিনি কারাগারে কাটিয়েছেন। বিবিসি, ডন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আশ্রয়


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ