Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আশ্রয়শিবিরে চলন্ত গাড়ি, ৪ মৃত্যু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০২২, ১২:০৬ এএম

যুক্তরাষ্ট্রের ওরেগন রাজ্যে গৃহহীনদের একটি আশ্রয়শিবিরে চলন্ত গাড়ি ঢুকে পড়ার ঘটনায় চার জন নিহত হয়েছে। স্থানীয় সময় রোববার ভোররাতে স্যালেম শহরের এ ঘটনায় আহত আরও দুই জন সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন বলে পুলিশের বরাতে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। স্যালেম পুলিশ বিভাগের দেওয়া বিবৃতি অনুযায়ী, ওই আশ্রয়শিবিরে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পর আরও দুই জন মারা যান। গাড়ির চালক এনরিকে রডরিগেজ জুনিয়রকে (২৪) হাসপাতালে নেওয়ার পর সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে চারটি প্রথম মাত্রার অনিচ্ছাকৃত হত্যা, প্রত্যেকটি ক্ষেত্রে দ্বিতীয় ও তৃতীয় মাত্রার হামলার অভিযোগ এবং বেপারোয়া দুর্ঘটনার জন্য ছয়টি অভিযোগ আনা হয়েছে। তাকে স্থানীয় ম্যারিয়ন কাউন্টি কারগারে আটক রাখা হয়েছে। স্থানীয় সময় রাত ২টার দিকে ঘটনাটি ঘটেছে। রডরিগেজ একাই গাড়িটি চালাচ্ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে তার গাড়ি রাস্তা ছেড়ে ওই আশ্রয়শিবিরে ঢুকে পড়লে দুই জন নিচে চাপা পড়ে। পুলিশ জানিয়েছে, এ দুর্ঘটনার ক্ষেত্রে অ্যালকোহল একটি বিষয় হয়ে থাকতে পারে। পুলিশ হতাহতদের নাম, গাড়িচালকের অবস্থা ইত্যাদি নিয়ে বিস্তারিত আর কোনো তথ্য প্রকাশ করেনি। গৃহহীনদের সহায়তাকারী স্যালেমের অলাভজনক প্রতিষ্ঠান ‘বি বোল্ড স্ট্রিট মিনিস্ট্রিস’ এর প্রধান পরিচালন কর্মকর্তা যশ লেয়ার রোববার জানিয়েছেন, তিনি হতাহতের সবাইকে চেনেন কিন্তু তাদের বিষয়ে কোনো তথ্য প্রকাশ করবেন না। দ্বিতীয় আরেক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, আশ্রয়শিবিটির অন্যান্য বাসিন্দাদের তাদের জিনিসপত্র সংগ্রহ করতে পুলিশ সাহায্য করেছে এবং তাদের মধ্যে তিন জনকে স্থানীয় একটি মোটেলে নিয়ে রেখেছে। স্যালেমের মেয়র চাক বেনেট এক বিবৃতিতে জানিয়েছেন, দুই সপ্তাহ আগে স্টেট ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশনের জায়গায় আশ্রয়শিবিরটি বসানো হয়েছিল এবং আসছে বুধবার এটি উঠিয়ে দেওয়ার কথা ছিল। ঘটনাটিকে ‘দুঃখজনক’ অভিহিত করে এটি একটি ‘শোচনীয় পরিণতি’ বলে মন্তব্য করেছেন তিনি। নিউ ইয়র্ক টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আশ্রয়শিবিরে চলন্ত গাড়ি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ