মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রে আগামী সপ্তাহে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনে ভোটাররা দু’জন মুসলিম নারীকে নির্বাচিত করতে যাচ্ছে। এমন এক সময় ঐতিহাসিক ঘটনাটি ঘটতে চলেছে, যখন দেশটিতে মুসলিম ও অভিবাসন বিরোধী প্রচার প্রচারণা দিন দিনই বাড়ছে। সোমালি শরণার্থী ইলহান ওমরের মার্কিন সদস্য নির্বাচিত হওয়ার বিষয়টি প্রায় নিশ্চিত। ডেমোক্র্যাট এই নেত্রী ডেমোক্র্যাটদের ঘাঁটি হিসেবে পরিচিত মধ্যপশ্চিম অঙ্গরাজ্য মিনেসোটা থেকে তার দলের মনোনয়ন পেয়েছেন।
ফিলিস্তিন অভিবাসী বাবা-মার সন্তান ডেট্রয়েটে জন্মগ্রহণকারী রশিদা তাইব একটি হাউসের আসনে বাধাহীনভাবে জয়লাভ করতে যাচ্ছেন। তিনি একজন সমাজকর্মী।
এই দু’জন মার্কিন কংগ্রেসের প্রথম মুসলিম নারী সদস্য হতে যাচ্ছেন। তাদের নিয়ে কংগ্রেসে মুসলিম সদস্যের মোট সংখ্যা তিন জনে দাঁড়াবে।
মুসলিম আফ্রিকান আমেরিকান কংগ্রেস সদস্য আন্দ্রে কার্সন ডেমোক্র্যাটদের নিরাপদ ঘাঁটি হিসেবে পরিচিত ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে সম্ভবত পুনর্নির্বাচিত হতে যাচ্ছেন।
যুক্তরাষ্ট্রজুড়ে যখন মুসলিম বিরোধী মনোভাব তুঙ্গে, ঠিক সেই মুহূর্তে এই নির্বাচনী মাইলফলক হতে যাচ্ছে বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে। সূত্র : এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।