Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউএনসিসিডি সদস্য হলেন ইরানের নারী বিজ্ঞানী

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০২২, ৫:১০ পিএম

তেহরান বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক তাইবেহ মেসবাহজাদেহকে জাতিসংঘের কনভেনশন টু কমব্যাট ডেজার্টফিকেশন (ইউএনসিসিডি) এর বিজ্ঞান-নীতি ইন্টারফেসের সদস্য হিসেবে নির্বাচিত করা হয়েছে।

ইউএনসিসিডি সায়েন্স-পলিসি ইন্টারফেস (এসপিআই) ২০১৩ সালে কপ১১ এ প্রতিষ্ঠিত হয়৷ এসপিআই বৈজ্ঞানিক ফলাফল এবং মূল্যায়নগুলিকে নীতি-প্রাসঙ্গিক সুপারিশমালায় অনুবাদ করার জন্য কাজ করে৷

এর মধ্যে বিভিন্ন বৈজ্ঞানিক প্যানেল এবং সংস্থাগুলির সাথে সহযোগিতা অন্তর্ভুক্ত রয়েছে। এটি বিশ্বব্যাপী নির্বাচিত সতন্ত্র বিজ্ঞানী, আঞ্চলিকভাবে মনোনীত সতন্ত্র বিজ্ঞানী, নীতিনির্ধারক (সিএসটি ব্যুরো সদস্য) এবং পর্যবেক্ষকদের নিয়ে গঠিত।

মিসবাহ জাদেহ হলেন ইউএনসিসিডি বিজ্ঞান-নীতি ইন্টারফেসের প্রথম ইরানি সদস্য।

গুরুতর খরা এবং/অথবা মরুকরণের সম্মুখীন দেশগুলিতে বিশেষ করে আফ্রিকাতে মরুকরণের বিরুদ্ধে লড়াইয়ের জন্য জাতিসংঘের এই কনভেনশন (ইউএনসিসিডি) কাজ করে।

সূত্র: তেহরান টাইমস



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নারী বিজ্ঞানী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ