Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অনূর্ধ্ব-২০ নারী সাফ ঢাকায়

সাবিনাদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০২৩, ১০:৪৩ পিএম

সবকিছু ঠিক থাকলে চার দেশের অংশগ্রহণে ঢাকায় অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপের খেলা। আগামী ৩ থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে হওয়ার কথা টুর্নামেন্টের খেলাগুলো। বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল ও ভুটান অংশ নেবে। টুর্নামেন্টে চার দেশ অংশ নেওয়ার খেলা হবে লিগ পদ্ধতিতে। ৩ ফেব্রুয়ারি নেপাল, ৫ ফেব্রুয়ারি ভারত ও ৭ ফেব্রুয়ারি ভুটানের বিপক্ষে খেলবে লাল সবুজের নারী দল। লিগ পর্বের খেলা শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দল ৯ ফেব্রুয়ারি খেলবে টুর্নামেন্টের ফাইনাল।
এদিকে ঘরের মাঠের এই টুর্নামেন্টের আগে সাবিনা খাতুনদের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল। এ প্রসঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নারী উইংয়ের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ রোববার বলেন, ‘এখন তো আর আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার সময় নেই। তাই অনূর্ধ্ব-২০ দল জাতীয় নারী দলের বিপেক্ষ দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। সিনিয়রদের বিপক্ষে খেলে অনূর্ধ্ব-২০ দলের প্রস্তুতির ঘাটতি কিছুটা হলেও পোষাবে। আমাদের সিনিয়র দলের মেয়েরা ক’দিন আগেই ক্যাম্পে ফিরেছে।’
অনূর্ধ্ব-২০ নারী সাফে চ্যাম্পিয়ন হতেই খেলবে বাংলাদেশ। এটা জানিয়ে কিরণ বলেন, ‘আমাদের প্রত্যাশা অনেক। আমরা মাঠে নামবো চ্যাম্পিয়ন হওয়ার জন্য। প্রতিটি ম্যাচই প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ হবে বলে আমার বিশ্বাস। বাংলাদেশের প্রথম ম্যাচ নেপালের বিপক্ষে। সবগুলো ম্যাচ জেতার লক্ষ্য থাকবে আমাদের দলের।’
জাতীয় দলের বিপক্ষে অনূর্ধ্ব-২০ দলের প্রস্তুতি ম্যাচ দুটি কবে নাগাদ হতে পারে? এ প্রসঙ্গে বাংলাদেশ নারী দলের প্রধান কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, ‘সাফ টুর্নামেন্ট শুরুর ঠিক আগে ম্যাচ দুটি খেলবে মেয়েরা। তবে এখনো দিনক্ষণ ঠিক করিনি। তাছাড়া সিনিয়র দলের মেয়েরা তো সবেমাত্র ক্যাম্পে যোগ দিয়েছে।’

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল- নারী সাফ

১৫ জানুয়ারি, ২০২৩
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ