Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গণস্বাস্থ্যে সন্ত্রাসী হামলায় ৫০১ চিকিৎসকের নিন্দা

| প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট চিকিৎসক ডা. জাফরুল্লাহর প্রতিষ্ঠান গণস্বাস্থ্যে বর্বর সন্ত্রাসী হামালার প্রতিবাদে ৫০১ জন বিশিষ্ট চিকিৎসক তীব্র নিন্দা জ্ঞাপন করেন। বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন-বিএমএর সাবেক সভাপতি অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলমান রাজনৈতিক সংকট সমাধানে ও গণতন্ত্র পুনরুদ্ধারে মূখ্য ভূমিকা পালনকারী ডা. জাফরুল্লাহ্্র নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান ঢাকার আশুলিয়াস্থ গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ ভবনে গত ২৭ অক্টোবর সকাল ১০ টায় কতিপয় সন্ত্রাসী গেইট ভাঙ্গচুর করে ভিতরে প্রবেশ করে লুটপাট ও ছাত্রীদের ওপর বর্বর হামলা চালায়। জনবিচ্ছিন্ন সরকার ভোটের আগ মুহুর্তে ভীত সন্ত্রস্ত হয়ে প্রতিপক্ষ দমনের অংশ হিসেবে এ নির্মম হামলা চালায়। ছাত্রীদের ওপর এ হামলা নারীর অধিকারের চরম লঙ্ঘন। হামলা পরবর্তী সরকারের নিরবতাই প্রমাণ করে তাদের মদদেই এ বর্বরতা। সন্ত্রাসী হামলাসহ দেশের জনগণের মৌলিক অধিকারের বিষয়ে দেশের চিকিৎসক সমাজসহ জাতি আজ চরম উদ্বিগ্ন। দেশের চিকিৎসক সমাজ এ হামলায় জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন। - প্রেস বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হামলা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ