Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাক্ষাতকার ছেড়ে চলে যান নাজিব

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ তহবিল ওয়ানএমডিবি কেলেঙ্কারি নিয়ে বারবার প্রশ্ন করায় স¤প্রচারের মাঝপথে সাক্ষাৎকার দেয়া বন্ধ করে বের হয়ে যান মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক। সংবাদমাধ্যম আল-জাজিরা নিউজ চ্যানেলের ১০১ ইস্ট অনুষ্ঠানে সাক্ষাৎকারটি প্রচারিত হচ্ছিল। এর আগে নাজিব বলেছিলেন, ওয়ানআইডিবিতে কিছু বিষয় ‘ভুল’ পথে চালিত হচ্ছিল, তবে তিনি কোনো ধরনের ভুলের সঙ্গে সম্পৃক্ত নন। ২০১৩ সালে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের আগে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে বিশাল অংকের অর্থ পাওয়া যায়, তার উৎস সউদী ডোনেশন। বিষয়টি নিয়ে আল জাজিরার অনুষ্ঠানে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমার নীতিবোধ পরিষ্কার। আমি ওয়ানআইডিবির উৎসগুলোর কাছ থেকে একটি পয়সাও পাইনি। ২০০৯ সালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর নাজিব ওয়ানএমডিবি প্রতিষ্ঠা করেন। ২০১৬ সালের মে মাসে বিলুপ্তির আগ পর্যন্ত তিনি ছিলেন ওই প্রকল্পের তহবিল পরামর্শক বোর্ডের প্রধান। ওয়ানআইডিবির সঙ্গে সম্পৃক্ত থাকার বিষয়ে নাজিবের বিরুদ্ধে ৩৮টি অভিযোগ করা হয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড ও মালয়েশিয়াসহ অর্ধডজনেরও বেশি দেশে ওয়ানআইডিবির কার্যক্রমের ওপর তদন্ত পরিচালিত হচ্ছে। আল-জাজিরার সাক্ষাৎকারে ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিশাল অংকের অর্থের উৎস নাজিব খতিয়ে দেখেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমি ধরে নিয়েছিলাম’ তা শুধু দান ছিল। এছাড়া আমি আর কিছু জানি না।’ তবে সাক্ষাৎকার গ্রহীতা ম্যারি অ্যান জোলি যখন ওয়ানআইডিবি বিষয়ে ঘুরপাক খাচ্ছিলেন আর ওই বিষয়ে প্রশ্ন করছিলেন, নাজিব দৃশ্যত বিরক্ত হচ্ছিলেন। একপর্যায়ে নাজিব সাক্ষাৎকার থেকে ওয়াকআউট করেন। স্ট্রেইট টাইমস



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নাজিব

২৫ জানুয়ারি, ২০১৯
১১ ডিসেম্বর, ২০১৮

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ