মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বেরহাদ (১এমডিবি) কেলেঙ্কারির শীর্ষ তিন তদন্তকারীর বিরুদ্ধে নতুন করে মামলা করবেন জেলে থাকা মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক। এ বিষয়ে তিনি আগেই আবেদন করেছিলেন। সেই আবেদন প্রত্যাহার করে নিয়েছেন। এখন নতুন করে মামলা ফাইল করবেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, মে মাসে মালয়েশিয়ায় জাতীয় নির্বাচনে শোচনীয়ভাবে পরাজিত হন নাজিব রাজাক। এরপর থেকেই তিনি তীব্র তল্লাশি বা যাচাই বাছাইয়ের মুখে রয়েছেন। ১এমডিবি তহবিল থেকে তিনি অর্থ আত্মসাত করেছেন বলে জোরালো অভিযোগ আছে। নির্বাচনে বিজয়ী হয়ে আবার ক্ষমতায় আসা কিংবদন্তি মাহাথির মোহাম্মদ এ বিষয়ে তদন্তের নির্দেশ দেন। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।