মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
রাজকীয় ক্ষমাপ্রার্থনা করেছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক। গত মাসে দেশটির সুপ্রিম কোর্ট ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বেরহাদ (১এমডিবি) নামে পরিচিত রাষ্ট্রীয় তহবিলের কয়েকশ’ কোটি ডলার দুর্নীতির মামলায় তার ১২ বছরের কারাদণ্ড বহাল রাখে। মালয়েশিয়ার সংবিধান অনুসারে, কোনো আইনপ্রণেতার এক বছরের অধিক কারাদণ্ড হলে ১৪ দিনের মধ্যে তিনি রাজকীয় ক্ষমাপ্রার্থনা না করলে স্বয়ংক্রিয়ভাবে তার সংসদ সদস্যপদ বাতিল হবে। মালয়েশিয়ার সংসদ স্পিকার আজহার আজিজান জানিয়েছেন, ক্ষমাপ্রার্থনার আবেদনের বিষয়ে কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত নাজিব রাজাক আইনপ্রণেতা থাকবেন। প্রার্থনা বাতিল হলে সংসদ সদস্য পদ হারাবেন মালয়েশিয়ার সাবেক এই প্রধানমন্ত্রী। মালয়েশিয়ার রাজাসহ রাজকীয় ক্ষমাপ্রার্থনা বোর্ডের সদস্যরা নাজিবের আবেদন পর্যালোচনা করে সিদ্ধান্ত দেবেন। সিদ্ধান্ত নিতে বর্তমান প্রধানমন্ত্রীর পরামর্শও নেওয়া হবে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।