Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাতানো খেলা বন্ধের দাবি চট্টগ্রামের

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

ওয়ালটন ফেডারেশন কাপের উদ্বোধনী ম্যাচে বর্তমান রানার্সআপ চট্টগ্রাম আবাহনীর জয়েই শুরু হলো নতুন ফুটবল মৌসুম। তবে নতুন মৌসুমে মাঠে নামার আগেই পাতানো খেলা বন্ধ ও সুষ্ঠ রেফারিংয়ের দাবী জানিয়েছে দলটি। ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর্ণ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অন্যতম সেরা দলগুলোর একটি চট্টগ্রাম আবাহনী। আসন্ন লিগে তাদের লক্ষ্য পরিচ্ছন্ন ফুটবল খেলা। যে কারণে তারা পাতানো খেলা বন্ধ সহ সুষ্ঠ রেফারিং চেয়েছে।

গতকাল দুপুরে দলের নতুন ক্যাম্প পারিদর্শনকালে এ দাবী জানান চট্টগ্রাম আবাহনীর ফুটবল কমিটির চেয়ারম্যান এবং বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের মহাসচিব তরফদার মো: রুহুল আমিন। ঢাকার সেগুনবাগিচাস্থ একটি আবাসিক ভবনে করা হয়েছে এই ক্যাম্প। ভবনের পুরোটাই দলের খেলোয়াড়দের জন্য বরাদ্দ করেছে চট্টগ্রাম আবাহনীর ফুটবল কমিটি। মুলত প্র্যাকটিস গ্রাউন্ড ও ম্যাচ ভেন্যুর বিষয় বিবেচনা করে এই আবাসিক ভবন বাছাই করেছে তারা।

ক্যাম্প পরিদর্শনের সময়ই চট্টগ্রাম আবাহনীর নতুন অধিনায়ক ও সহ-অধিনায়কের নাম ঘোষণা করেন রুহুল আমিন। জাতীয় দলের সাবেক মিডফিল্ডার মোনায়েম খান রাজুকে এবার অধিনায়ক করা হয়েছে। এবং সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন গাম্বিয়ান মুফতা লাউয়াল। এসময় তরফদার মো: রুহুল আমিন বলেন,‘নবীন ও অভিজ্ঞতার মিশেলে এবার ভারসাম্যপূর্ণ দল গড়েছে চট্টগ্রাম আবাহনী। যে কোনো টুর্নামেন্টের শিরোপা জয়ই হবে দলের অন্যতম লক্ষ্য। তবে পাতানো খেলা ও পক্ষপাতদুষ্ট রেফারিংয়ের বিপক্ষে আমরা। কারণ এ দু’টি উপাদান ফুটবলের ক্যান্সার। তাই পাতানো খেলা ও পক্ষপাতদুষ্ট রেফারিং ফুটবল থেকে বিতারণ করতে জোর আবেদন জানাচ্ছি।’ এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম আবাহনীর প্রধান প্রশিক্ষক জুলফিকার মাহমুদ মিন্টু, গোলরক্ষক কোচ মোঃ পনির, ম্যানেজার আরমান আজিজ ও দলনেতা শাকিল মাহমুদ চৌধুরী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্টগ্রাম

৩০ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ