নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ওয়ালটন পৈডারেশন কাপে বর্তমান রানার্সআপ চট্টগ্রাম আবাহনীর সহজ জয়ে শুরু হলো ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম। গতকাল সন্ধ্যায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম আবাহনী ৩-১ গোলে হারায় রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে।
‘এ’ গ্রুপের এই ম্যাচে বিজয়ীদের পক্ষে তিন বিদেশী মমদুবাহ, মাগালান ও লাওয়াল একটি করে গোল করেন। রহমতগঞ্জের হয়ে এক গোল শোধ দেন রাকিবুল।
গত মৌসুমের ফেডারেশন কাপে অল্পের জন্য শিরোপা ছোঁয়া হয়নি চট্টগ্রামের দলটির। ঢাকা আবাহনীর কাছে শিরোপা খোঁয়াতে হয়েছিল তাদের। তবে এবার চ্যাম্পিয়র হওয়ার লক্ষ্য তাদের। আর সেই লক্ষ্যপূরণের একটি ধাপ পার করলো চট্টগ্রাম আবাহনী। লিগের আগে নিজেদের শক্তির বার্তা দিলো তারা।
কাল ম্যাচের শুরু থেকেই আক্রমনাতœক ফুটবল খেলে চট্টগ্রাম। কিন্তু ম্যাচের প্রায় আধঘন্টা পেরিয়ে গেলেও রহমতগঞ্জের শক্ত রক্ষণদূর্গ কিছুতেই ভাঙ্গতে পারছিলেন না দলটির স্ট্রাইকাররা। অবশেষে ৩৪ মিনিটে গোলের দেখা পায় বন্দর নগরীর দলটি। এসময় রহমতগঞ্জের ডিফেন্ডারের ভুলে বল পেয়ে যান চট্টগ্রামের নাইজেরিয়ান ফরোয়ার্ড মাগালান। সতীর্থের উদ্দেশ্যে তা বাড়িয়ে দেন তিনি। বল পেয়ে আগুয়ান গোলরক্ষকের মাথার উপর দিয়ে মাপা শটে জালে ফেলেন গাম্বিয়ান মিডফিল্ডার মমদুবাহে (১-০)। তবে প্রথমার্ধে ব্যাস এটুকুই। সুযোগ পেয়েও বিরতির আগে আর গোল পায়নি চট্টগ্রাম। বিরতির হঠাৎই জ্বলে ওঠে জায়ান্ট কিলার খ্যাত রহমতগঞ্জ। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করে ম্যাচে ফিরে তারা। ৫৭ মিনিটে রাকিবুলের দারুন এক গোলে উৎসবে মেতে উঠে রহমতগঞ্জ শিবির। এসময় অধিনায়ক ফয়ছালের ক্রসে বক্সের ভেতরে বল পেয়ে যান রাকিবুল। প্রতিপক্ষের গোলরক্ষক নেহাল কিছু বুঝে উঠতে পারেননি। বল না ধরে পেছনে চলে আসেন তিনি। এ সুযোগে রাকিবুল ডান পায়ের শটে গোল করে ম্যাচে সমতা আনেন (১-১)। তবে সমতায় ফেরার পর যেনো কিছুটা আগ্রাসী হয়ে খেলার চেষ্টা করতে গিয়েই আরো দুই গোল হজম করে রহমতগঞ্জ। ৭১ মিনিটে নাইজেরিয়ান ফরোয়ার্ড মাগালানের দারুন এক গোলে জয়ের স্বপ্ন দেখতে শুরু করে জুলফিকার মিন্টুর শিষ্যরা (২-১)। চার মিনিট পর স্বপ্ন বাস্তবে রূপ দেন আরেক নাইজেরিয়ান মুফতা লাওয়াল। ম্যাচের ৭৫ মিনিটে কর্ণার থেকে উড়ে আসা বলে দারুন এক হেডে তা জালে জড়ান মুফতা (৩-১)। বাকি সময় আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা চললেও আর কোনো গোল হয়নি। ফলে শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে চট্টগ্রাম আবাহনী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।