বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঘুষ লেন দেন, দুর্নীতি ও অসদাচরণের অভিযোগে তিন কর্মকর্তা-কর্মচারিকে চাকুরি থেকে সাময়িক বরখাস্ত করেছেন সুপ্রিম কোর্ট প্রশাসন। তিন কর্মচারি হলেন- সুপ্রিম কোর্টের এফিডেভিট শাখার কমিশনার মোঃ রবিউল করিম, মোঃ নিজাম উদ্দিন ও এম.এল.এস.এস জেসমিন আক্তার। গতকাল বুধবার সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
হাইকোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এফিডেভিট শাখার তিন কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে প্রকাশ্যে ঘুষ গ্রহণসহ দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। গতকাল বেলা ১১টার দিকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. মোঃ জাকির হোসেন, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মোঃ গোলাম রব্বানী তাৎক্ষণিকভাবে কমিশনার অব এফিডেভিট শাখায় পরিদর্শনে যান। এফিডেভিট শাখার সিসিটিভি ক্যামেরায় ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করে তাদের সনাক্ত করা হয়। পরে তাদেরকে জিজ্ঞাসাবাদে তারা অবৈধ লেনদেন তথা ঘুষের মাধ্যমে পেয়েছে বলেও স্বীকার করে। তাদের এরূপ কর্মকাণ্ড অসদাচরণ ও অফিস শৃঙ্খলা পরিপন্থী, যা গুরুতর অপরাধের সামিল এবং শাস্তিযোগ্য অপরাধ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।