Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকায় মেগা কনসার্টের আয়োজন করছে এয়ারটেল ইয়োলো ফেস্ট

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০১৮, ১২:০৫ এএম

রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে আগামী শুক্রবার, ২৬ অক্টোবর দুপুর ২টায় মেগা কনসার্টের আয়োজন করতে যাচ্ছে বন্ধুদের #১ নেটওয়ার্ক এয়ারটেল’র এয়ারটেল ইয়োলো ফেস্ট। কনসার্টে সঙ্গীত পরিবেশন করবেন দেশের ব্যান্ড সঙ্গীতে জনপ্রিয় জেমস ও ওয়ারফেজ। পাশাপাশি থাকছে বর্তমান প্রজন্মের ব্যান্ড নেমেসিস, ভাইকিংস ও পাওয়ারসার্জ। রবি সেবা বা এয়ারটেল কেয়ার অথবা নিকটস্থ রিটেইল পয়েন্ট থেকে নির্দিষ্ট প্যাকেজ কিনে এয়ারটেল ইয়োলো ফেস্ট কনসার্টের টিকেট সংগ্রহ করতে পারবেন গ্রাহকরা। সঙ্গীতপ্রেমীদের জন্য গত বছর থেকে এয়ারটেল ইয়োলো ফেস্ট’র আয়োজন করছে এয়ারটেল। এছাড়া তরুণ প্রজন্মের কাছাকাছি পৌঁছাতে ২০১৭ সালে এয়ারটেল ইয়োলো ক্যাম্পাস ট্যুরের আয়োজন শুরু করে অপারেটরটি। ইতোমধ্যে দেশের ৩৮টি জেলায় আয়োজিত ১০৬টি আয়োজন তরুণদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। অনুষ্ঠানগুলোতে প্রায় ৫ লাখ মানুষ অংশগ্রহণ করেছেন। ওইসব অনুষ্ঠানে তরুণরা দিনব্যাপী বিভিন্ন আয়োজন ও কনসার্টে অংশগ্রহণ করেন। এরই ধারাবাহিকতায় এবার ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এয়ারটেল ইয়োলো ফেস্ট কনসার্ট।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কনসার্ট

২ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ