বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচয় দিয়ে চাঁদাবাজির চেষ্টাকালে সোমবার নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট থেকে দুই ভুয়া কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- নওগাঁর রাণীনগর উপজেলার বাহাদুরপুর গ্রামের খন্দকার বায়েজিদ আমান (৩৫) এবং রাজশাহীর পবা উপজেলার মুরারিপুর গ্রামের মো. টুনু (৩০)। রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, গ্রেফতারকৃত দুই ব্যক্তি নিজেদের প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমামের ব্যক্তিগত সহকারী হিসাবে পরিচয় দিয়ে বিভিন্ন মানুষের কাছে দীর্ঘসময় থেকে চাঁদা দাবি করে আসছেন। এরই ধারাবাহিকতায় রাজশাহী সুগার মিলের সুইপার রুপলালের কাছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। তাকে নগরীর জিরোপয়েন্টে টাকা নিয়ে আসতে বলেন ওই দুই ভুয়া কর্মকর্তা। আর চাঁদা দেওয়া না হলে ক্রসফায়ার বা মামলা দিয়ে ফাঁসানোর হুমকি দেওয়া হয়। এদিকে এ ঘটনার পর রুপলাল বিষয়টি পুলিশকে অবহিত করেন। পুলিশ তাদের নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট থেকে গ্রেফতার করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।