Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লম্বা ‘বিরতির খোঁজে’ মাশরাফি

সেরে উঠেছেন রুবেল, দুশ্চিন্তা মুস্তাফিজকে ঘিরে

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

এশিয়া কাপে ভারতের বিপক্ষে সুপার ফোরের ম্যাচে কুঁচকিতে চোট পান মাশরাফি বিন মুর্তজা। অঘোষিত সেমিফাইনালে পাকিস্তানের শোয়েব মালিকের ক্যাচ নিতে গিয়ে ব্যথা পান আঙুলে। জোড়া চোটে কাতর মাশরাফি। তবুও দিব্যি মাঠে খেলে যাচ্ছেন।

দুই পায়ে সাত অস্ত্রোপচারের পর নিজের ক্যারিয়ার দারুণভাবে সামলেছেন মাশরাফি। ২০১৪ সালে পুনরায় অধিনায়ক হওয়ার পর নিজের শতভাগ ফিটনেস দিয়ে মাঠের পরীক্ষায় বারবার উত্তীর্ণ হয়েছেন। দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশকে তুলে ধরেছেন নতুন রূপে। দৃঢ় মনোবল আর দৃঢ়প্রতিজ্ঞা না থাকলে তা করা সম্ভব হতো না।

সেই মনোবল আর দৃঢ়প্রতিজ্ঞা থেকেই জিম্বাবুয়ে সিরিজ খেলছেন অধিনায়ক। চাইলেই চোটের কারণে বিশ্রামে থাকতে পারতেন। চাইলে দায়িত্ব এড়িয়ে যেতে পারতেন। কিন্তু সেসব কিছুই করলেন না। চোটকে ‘আড়ি’ বলে প্রথম ওয়ানডে খেলেছেন। চট্টগ্রামে খেলবেন পরের দুটি ওয়ানডেও।

দ্বিতীয় ম্যাচের আগের দিন গতকাল নিজের ফিটনেস নিয়ে মাশরাফি বলেছেন, ‘আমার সুস্থ হতে একটু সময়ের দরকার। আমি তো তিন সপ্তাহ অনুশীলন করতে পারিনি। ইনজুরি পুরোপুরি ক্লিয়ার হয়নি। আমি হয়তো বিশ্রামে থাকতে পারতাম। কিন্তু আমি তো একটা ফরম্যাটই খেলি। এটার পর চার-পাঁচ সপ্তাহের মতো বিরতি আছে। কিছুটা ট্রিটমেন্টের দরকার। চিন্তাও করছি ওই সময়ে ট্রিটমেন্ট করাব। স্ট্রেন্থ এবং ফিটনেসের কাজ ঠিকঠাক মতো করতে পারলে আশা করি ভালো হবে। ফিজিও খুব ভালো ট্রিটমেন্ট করেছে। মোটামুটি ম্যানেজেবল। কিন্তু এর থেকে ভালো ফিটনেস নিয়ে খেলি।’

ভাইরাস জ্বরের কারণে জাতীয় দলের ক্যাম্পে শুরুতে ছিলেন না রুবেল হোসেন। প্রথম ওয়ানডের আগের দিন অনুশীলনে যোগ দিলেও বোলিং করেননি। আজ চট্টগ্রামে পূর্ণ গতিতে বোলিং করেছেন রুবেল। তবে মুস্তাফিজকে নিয়ে রয়েছে খানিকটা সংশয়।

প্রথম ওয়ানডেতে নিজের কোটার ওভার পূর্ণ করেননি। ৮ ওভারে ২৯ রানে নিয়েছেন ১ উইকেট। নিজের তৃতীয় স্পেলে অষ্টম ওভার করার পর কনুইয়ে ব্যথা অনুভব হওয়ায় আর বোলিং করতে চাননি মুস্তাফিজ। মাশরাফিও তাকে জোরাজুরি করেননি। বরং মুস্তাফিজকে বাড়তি চাপ না দেওয়ার পক্ষে মাশরাফি।

‘মুস্তাফিজের কনুইয়ে একটু ব্যথা আছে। আজ (গতকাল) বোলিংও করেছে। একটু পর ফিজিও রিপোর্টও দেবে। ওর ‘‘কোটা’’ পূর্ণ করা গুরুত্বপূর্ণ না। আমাদেরকেও খেয়াল রাখতে হবে যে, পরপর আমাদের সিরিজ আসছে । টেস্ট ম্যাচও আসছে। মুস্তাফিজ টেস্টও খেলবে। যারা টেস্ট খেলবে তাদের ওপর যেন চাপ না আসে, যদি আমরা ম্যাচ জেতার দিকে থাকি। এসব জিনিস চিন্তার মধ্যে থাকা জরুরি। মুস্তাফিজ নিজে বলেছিল যে ব্যথা অনুভব হচ্ছে। বল করতে চাচ্ছিল না। তাই ওকে বিশ্রাম দেওয়া। বোলার যখন নিজে অনুভব করে যে পারছে না, তখন তাকে বিশ্রাম দেওয়া জরুরি।’

জিম্বাবুয়ে সিরিজের শেষ ওয়ানডে আগামী শুক্রবার। এরপর জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজের শেষ দিনে ঢাকায় আসবে ওয়েস্ট ইন্ডিজ। তবে ক্যারিবিয়ানদের বিপক্ষে টেস্ট সিরিজ আগে। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ ৯ ডিসেম্বর। তার আগেই নিজেকে পুরোপুরি সারিয়ে নিতে চান মাশরাফি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাশরাফি

১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ