Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টোল বাতিলের দাবিতে বুড়িগঙ্গা প্রথম সেতুতে অবরোধ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০১৮, ৫:৫৮ পিএম

টোলমুক্ত করার দাবিতে বুড়িগঙ্গা প্রথম চীন মৈত্রী সেতুতে সব ধরনের যান চলাচল বন্ধ করে দিয়েছে সিএনজি চালিত অটোরিকশার চালকেরা। আজ মঙ্গলবার ভোর ৬টা থেকে এই অবরোধ কর্মসূচি শুরু হয়ে দুপুর পর্যন্ত চলে। এতে করে ভোর থেকে সেতু সংলগ্ন দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া এলাকায় কয়েকশ সিএনজি অটোরিকশার চালক অবস্থান নিয়ে বিক্ষোভ কর। সেতুর ইজারাদার আলম জানান, উর্ধ্বতন কর্তৃ পক্ষের হস্তক্ষেপে দুপুরের পর অবরোধ তুলে নেয় অটোরিকশা চালকেরা।
সেতুর টোল মুক্ত করণ কমিটির আহ্বায়ক ইমদাদুল হক বলেন, অবৈধভাবে প্রতিটি সিএনজি অটোরিকশার কাছ থেকে ২৫ টাকা করে আদায় করা হচ্ছে। অথচ এক মাস আগেও পাঁচ টাকা করে আদায় করা হতো। এই টোলের প্রতিবাদেই আমরা আন্দোলন করছি।
এই দাবি অস্বীকার করে সেতুরই জারাদার এ আর শিপিং লাইনসের পরিচালক খোরশেদ আলম বলেন, সরকার নির্ধারিত রেটের বাইরে আমরা অতিরিক্ত টোল আদায় করছিনা।
এদিকে, সেতু অবরোধের কারণে মাওয়া রোডে কেরানীগঞ্জের সংযোগসড়ক এলাকা থেকে সব ধরনের যানচলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়ে যাত্রীরা। বাধ্য হয়ে কেউ হেঁটে, কেউ রিকশায় করে আবার কেউ ভ্যানগাড়িতে করে সেতু পার হয়।
রাজধানীর পোস্তগোলা থেকে দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া পর্যন্ত যুক্ত প্রথম বুড়িগঙ্গা সেতু। ভোর থেকে সেতু অবরোধ করে রাখায় রাজধানী থেকে খুলনা, বরিশাল, কেরানীগঞ্জ ও মুন্সিগঞ্জ রুটসহ দেশের দক্ষিণাঞ্চলে যান চলাচলন বন্ধন হয়ে যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টোল

১৩ জুলাই, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ