Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাটমোহরে পেট্টোল ও অকটেন উধাও

চাটমোহর (পাবনা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ মে, ২০২২, ৫:৫৯ পিএম

পাবনার চাটমোহরসহ আশপাশের উপজেলায় পেট্টোল ও অকটেন উধাও হয়ে গেছে, মিলছেনা কোথাও। ভোজ্যতেল সয়াবিনের বাজার যখন চরম অস্থির, ঠিক তখনই পেট্টোল ও অকটেনের সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল মালিকরা। ঈদের পর থেকেই এ দু’টি জ্বালানির সংকট শুরু হয়েছে। শনিবার (৭ মে) থেকে পেট্টোল ও অকটেন শুন্য হয়ে পড়েছে চাটমোহরসহ আশপাশের উপজেলা। যে দু’একটি দোকানে ছিল,তা বিক্রি হয়েছে চড়াদামে।

চাটমোহরের মেসার্স সালসাবিল ফিলিং স্টেশনে পেট্টোল ও অকটেন শেষ হয়ে গেছে। কিছু মহাজন পেট্টোল ও অকটেন মজুদ করে বিক্রি করলেও, তা ফুরিয়ে গেছে। রোববার দুপুরে সালসাবিল ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, পেট্টোল ও অকটেন না থাকায়, সেটি বন্ধ রয়েছে। উপজেলার হাট-বাজার ও রাস্তাার মোড়ে মোড়ে, যে সব স্থানে এই দুইটি জ্বালানি বিক্রি হতো,সে সব স্থানে আর পেট্টোল ও অকটেন মিলছেনা।
সালসাবিল ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী কে এম সাঈদ-উল-ইসলাম কাফি বলেন, মজুত শেষে নতুন করে সরবরাহ না পাওয়ায় সংকট তৈরি হয়েছে। আজ-কালের মধ্যেই সরবরাহ স্বাভাবিক হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পেট্টোল ও অকটেন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ