রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
লক্ষীপুরের রামগতিতে অতিরিক্ত মদ পানে ছয়জন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গতকাল সোমবার ভোরে উপজেলার সুফিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। অতিরিক্ত মদ খেয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সুফিয়া বাজার এলাকার নুমান (২৮) রাজিব (৩৪) মইনউদ্দিন (৩১) রাসেল (২৯) আবু তালেব (৩০) রবিউল (২৮)।
জানা যায়, রোববার গভীর রাতে সুফিয়া বাজারের একটি ক্লাবে আড্ডায় মেতে উঠে। একপর্যায়ে মদ খেতে গিয়ে প্রচুর পরিমাণ মদ সেবনের ফলে তারা অচেতন হয়ে অসুস্থ হলে স্থানীয়রা তাদের হাসপাতালে নিয়ে যায়। রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার জানান, হাসপাতালে সবাই মদ খেয়ে এসেছিল। রামগতি থানার অফিসার ইনচার্জ আরিসুল হক জানান, অতিরিক্তি মদ খেয়ে চয়জন লোক হাসপাতালে আছে মর্মে খবর পেয়েছি। তবে এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।