বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সোনাইমুড়ীতে অভিযান চালিয়ে তিন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১১। এ সময় তাদের কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল, তিন রাউন্ড গুলি ও ৬০পিস ইয়াবা উদ্ধার করা হয়। গতকাল রোববার ভোরে উপজেলার মহিতখোলা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, মজিবুল হকের ছেলে নুরুল হক (৪৩), ইদ্রিস মিয়ার ছেলে মো. লিটন (২৫) ও খোয়ারপাড়া ভুইয়া বাড়ির জাফর আহমদের ছেলে আব্দুর রহিম (২৮)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-৩, লক্ষীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক এএসপি মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে মহিতখোলা এলাকায় অভিযান চালায় র্যাব। এসময় একটি ঘর থেকে তিন অস্ত্র ও মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশী চালিয়ে একটি ৯এমএম পিস্তল, তিন রাউন্ড গুলি ও ৬০পিস ইয়াবা উদ্ধার করা হয়। র্যাব-১১, লক্ষীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক এএসপি মোস্তাফিজুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায় তারা দীর্ঘদিন যাবৎ নোয়াখালীর বিভিন্ন এলাকায় মাদক ও অস্ত্র ব্যবসা পরিচালনা করে আসছিল
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।