Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিরতির পর অভিনয়ে নিয়মিত হচ্ছেন মুক্তি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

কাজ থাকলে ঢাকায় থাকেন তিনি। কাজের মধ্যে একটু বিরতি পেলেই ছুটে যান খুলনার দৌলতপুরে যেখানে তার দাদার বাড়ি, নানীর বাড়ি। বেশ কিছুদিন আগের কথা। অভিনয়ে মনোযোগ বসাতে পারছিলেন না মুক্তি। অভিনয় থেকে দূরে সরে দীর্ঘ সময় তিনি দৌলতপুরেই কাটিয়ে দেন। অভিনয়ে বিরতি নিয়েছিলেন তিনি। এখন আবার অভিনয়ে ব্যস্ত হয়ে উঠছেন। বৈশাখী টিভিতে প্রচার চলতি সাজ্জাদ হোসেন দোদুল পরিচালিত ‘ছায়াবিবি’ ধারাবাহিকে অভিনয় করছেন তিনি। শূটিং না থাকলে ফিরে যান খুলনার দৌলতপুরে। সেখানে বাবা মুক্তিযোদ্ধা শেখ আবদার রহমান ও ভাই ববি’র কবর¯। মা’ই এখন মুক্তির পুরো পৃথিবী। মায়ের সঙ্গেই সময় কাটাতে সবচেয়ে বেশি ভালোলাগে তার। মুক্তির অভিনয়ে যাত্রা শুরু হয়েছিলো ১৯৯৯ সালে তৌকীর আহমেদ’র বিপরীতে মিনহাজুর রহমানের নির্দেশনায় ‘অগ্নিগিরি’ নাটকে অভিনয়ের মধ্যদিয়ে। এরপর নাটকে বেশ দর্শকপ্রিয়তা পান। হাছিবুল ইসলাম মিজানের নির্দেশনায় ‘তুমি আছো হৃদয়ে’ চলচ্চিত্রে অভিনয় করেন ২০০৭ সালে। এতে তার বিপরীতে ছিলেন কায়েস আরজু। প্রথম চলচ্চিত্রে মুক্তির অভিনয়ে মুগ্ধ হন দর্শক। তারপর আবার বিরতি। মুক্তি বলেন, ‘আমার কাছে মনে হয় চলচ্চিত্রের গল্পে খুব বেশি ভিন্নতা নেই। একটি পরিপূর্ণ গল্প নির্মাণের ক্ষেত্রে যথাযথ বাজেটও পাওয়া যায়না। সবমিলিয়েই আমার নতুন কোন চলচ্চিত্রে অভিনয় করা হচ্ছে না। তবে অবশ্যই গল্প এবং চরিত্র মনের মতো পেলে কাজ করবো।’ নতুন ধারাবাহিক ‘ছায়াবিবি’র পাশাপাশি মুক্তি এরইমধ্যে শেষ করেছেন বিটিভির বিশ্বনাটক ‘দ্য ম্যারিজ’ নাটকের কাজ। এছাড়াও তিনি শামীম জামানের নির্দেশনায় সিক্যুয়াল নাটক ‘নূরা পাগলা টু’ এবং রাকেশ বসুর নির্দেশনায় ধারাবাহিক নাটক ‘শেষ ভালো যার’ কাজ করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভিনয়


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ