Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উকিল নিয়োগে সেঞ্চুরি আকবরের ৩১ অক্টোবর পরবর্তী শুনানি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০১৮, ৪:৩৯ পিএম

পাটিয়ালা কোর্টে অতিরিক্ত মুখ্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সমর বিশালের এজলাসে প্রিয়া রামানির বিরুদ্ধে করা মামলার শুনানিতে আসেননি প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী এম জে আকবর। তার বদলে আসেন গীতা লুথরার নেতৃত্বে প্রায় ১২ জন আইনজীবী। গীতা যৌন হেনস্থায় অভিযুক্ত আর এক সাংবাদিক তরুণ তেজপালের উকিল ছিলেন। গীতার সঙ্গে ছিলেন কৌঁসুলি সন্দীপ কুমার। অথচ আকবরের ৯৭ জন উকিলের তালিকায় এদের নাম ছিল না! সব মিলিয়ে আকবরের নিয়োগকৃত আইনজীবীর সংখ্যা সেঞ্চুরি ছাড়িয়ে গেল।
আদালতে গীতা বলেন, তার মক্কেল রাজ্যসভার সাংসদ। প্রধানমন্ত্রী তাকে মন্ত্রী করেছেন, যদিও বুধবার ইস্তফা দিয়েছেন। পাশাপাশি একজন প্রথিতযশা সাংবাদিক, অনেক বই লিখেছেন। বিবাহিত, দুই সন্তান আছেন। কিন্তু প্রিয়া রামানি তার বিরুদ্ধে কুড়ি বছর আগের ঘটনা তুলে মানহানিকর মন্তব্য করে টুইট করেন। সেটি ১২০০ লাইক, ২০০টি রিটুইট হয়েছে। ফলে ৪০ বছর ধরে অর্জিত সুনাম ও সম্মান নষ্ট হয়েছে। এই আর্জি শুনে মামলা গ্রহণ করেছে আদালত। রবিবারই আকবরকে হাজির করে তার বিবৃতি শুনতে চেয়েছিল আদালত। কিন্তু আইনজীবীরাই ৩১ অক্টোবর পর্যন্ত সময় চেয়ে নেন। আকবর নিজের পক্ষে ছ’জন সাক্ষীর নাম জানিয়েছেন আদালতকে। যাদের মধ্যে জয়িতা বসু, হবিবুর রহমান, তপন চাকী রয়েছেন।
এদিকে, এডিটর্স গিল্ড শুক্রবার অভিযোগকারী মহিলাদের বিরুদ্ধে মানহানির ফৌজদারি মামলা প্রত্যাহারের জন্য আকবেরর কাছে অনুরোধ জানিয়েছে। মামলা প্রত্যাহার না হলে মহিলাদের সব রকম আইনি সাহায্য দেওয়ার আশ্বাস দিয়েছে গিল্ড। মহিলা সাংবাদিকদের প্রশংসা করে গিল্ডের বক্তব্য, তাদের বাহাদুরির জন্যই মন্ত্রিসভা ছাড়তে হয়েছে আকবরকে। জাতীয় মহিলা কমিশনও কর্মক্ষেত্রে যৌন হেনস্থার অভিযোগ পাঠানোর আবেদন করে। কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী মেনকা গান্ধী শুক্রবার রাজনৈতিক দলে যৌন হেনস্থার অভিযোগ খতিয়ে দেখতে একটি কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন। সূত্র: টিওআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আকবর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ