Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেখ হাসিনার পক্ষে নৌকায় ভোট চেয়ে গণসংযোগ

কোটালীপাড়া-টুঙ্গিপাড়া আসন

কোটালীপাড়া উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জের কোটালীপাড়া-টুঙ্গিপাড়া সংসদীয় আসন ৩ এ নৌকায় ভোট চেয়ে আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে কোটালীপাড়ায় গণসংযোগ করেছেন বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী, জেলা পরিষদ সদস্য ও আওয়ামীলীগ নেতা দেবদুলাল বসু পল্টু। বুধবার উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে মাইক্রোবাস ও শতশত মোটর সাইকেল নিয়ে এক বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে গণসংযোগ শুরু করেন। এ সময় পল্টুর সাথে রাধাগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান হাজী মো. কামাল হোসেন শেখ, কৃষকলীগ সাধারন সম্পাদক হারান দত্ত, পৌর ছাত্রলীগ সভাপতি চৌধুরী সেলিম আহম্মেদ ছোটন, সাধারন সম্পাদক আলীউজ্জামান জামির, উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি জুয়েল মুন্সিসহ উপজেলা আওয়ামীলীগের সহযোগী সংগঠনের শতশত নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে শোভাযাত্রা নিয়ে উপজেলার প্রতি ইউনিয়নে গণসংযোগ করেন এবং শারদীয় শুভেচ্ছা জানিয়ে নৌকায় ভোট চান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গণসংযোগ

২ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ