Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

বেগমগঞ্জে পুকুরে মিলল বিদেশি মদ, আটক ৪

নোয়াখালী ব্যুরো : | প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে ১১০পিস ইয়াবা, ৭৮ বোতল বিদেশী মদ, ৪টি মোবাইল ও নগদ ১৬হাজার ৫শ’ টাকা উদ্ধার করা হয়। গতকাল বুধবার দুপুর দেড়টার দিকে এ তথ্য জানায় র‌্যাব-১১। আটককৃতরা হলো, চৌমুহনীর গনিপুর গ্রামের আবুল খায়েরের ছেলে ইব্রাহিম খলিল (২৮), আব্দুল খালেকের ছেলে মো. ফারুক (৪৫), নরোত্তমপুর এলাকার মৃত রফিক উল্যার ছেলে মো. আনোয়ার (২৮) ও ল²ীপুর জেলার রামগতির চরপোড়াগাছা গ্রামের তছির আহম্মদের ছেলে মো. সুমন (২৫)। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লক্ষীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে গত মঙ্গলবার রাতে বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ছাতারপাইয়া সড়কের পাশের খোকন মিয়ার বিসমিল্লাহ পোল্টি খামারে অভিযান চালায়। এসময় ঘটনাস্থল থেকে ইয়াবা, মোবাইল ও মাদক বিক্রির নগদ টাকাসহ ৪ মাদক কারবারিকে আটক করা হয়। পরে তাদের তথ্য মতে পাশের একটি পুকুরে তল্লাশী চালিয়ে বিভিন্ন ব্রান্ডের বিদেশী মদ উদ্ধার করা হয়। র‌্যাব-১১ লক্ষীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক এএসপি মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ