Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রফি হাতে স্বপ্ন বোনা

‘মাশরাফি ভাই ভাবছেন, কীভাবে কাপটা নেবেন!’

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের ইতিহাস সেরা সাফল্য এসেছে তার হাত ধরেই। তার নেতৃত্বেই প্রথম বারেরমত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলেছে লাল-সবুজের দল। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের সেই আসরে আম্পায়ারদের নির্লজ্জ পক্ষপাতিত্বে খুব কাছ থেকেও ছোঁয়া হয়নি স্বপ্নের ট্রফিটি। আইসিসির সর্বোচ্চ সেই সন্মানসূচক শিরোপাটি এখন বাংলাদেশে। তবে যার কারণে আজ ক্রিকেট বিশ্বে বাংরাদেশ এক পরাশক্তি সেই মাশরাফি বিন মুর্তজা ঘুরেও দেখলেন না ঝা চকচকে ট্রফিটির দিকে!

বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে ওমান, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও পাকিস্তান ঘুরে ১১ কেজি ওজনের সুদৃশ্য ট্রফিটি এখন বাংলাদেশে। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অ্যাকাডেমি মাঠে ঠাঁই নিয়েছে আকাক্সিক্ষত স্বর্ণালী শিরোপা। জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে হোম অব ক্রিকেটেই চলছে মাশরাফিদের অনুশীলন।

পূর্নবাসন প্রক্রিয়ায় থাকা তামিম ইকবাল গতকালও রানিং করেছেন মিরপুরে। কিন্তু বিশ্বকাপ ট্রফির কাছাকাছিও যাননি। সাকিব আল হাসান এদিন আসেনই-নি মিরপুরে। সিনিয়র ক্রিকেটারদের মধ্যে সবার আগে শিরোপার কাছে এলেন মুশফিকুর রহিম, ছিলেন মাহমুদউল্লাহও। তার পেছনে পেছনে দলের নবীন খেলোয়াড়েরা- আরিফুল হক, নাজমুল ইসলাম, আবু হায়দার, মেহেদী হাসান মিরাজ, নবাগত ফজলে রাব্বি মাহমুদ। একে একে দলের প্রায় সবাই এলেন বিশ্বকাপ ট্রফির কাছে। কিন্তু যাঁর নেতৃত্বে বাংলাদেশ দলের ২০১৯ বিশ্বকাপ খেলতে যাওয়ার কথা, সেই মাশরাফিকে কোথাও খুঁজে পাওয়া গেল না! সাংবাদিকদের প্রশ্নের উত্তরটা মুশফিক দিলেন রসিকতার সুরেই, ‘মাশরাফি ভাই ভাবছেন, কীভাবে কাপটা নেবেন!’

সকালে বিসিবি একাডেমি ভবনের সামনে ট্রফি নিয়ে ইউনিসেফের এক অনুষ্ঠানে ছবি তুলেছে সুবিধাবঞ্চিত শিশুরা। দুপুর একটার দিকে ট্রফি নিয়ে ফটোসেশন করেছেন বাংলাদেশ দলের খেলোয়াড়েরা। কখনো ট্রফি উঁচিয়ে ধরা, কখনো ট্রফি নিয়ে সেলফি- ওয়ানডে বিশ্বকাপ ট্রফির আগমনকে নানাভাবে স্মরণীয় করে রাখলেন তারা। কিন্তু কেবল ট্রফি ছুঁয়ে দেখে কি তৃপ্তি মেলে? প্রাপ্তির ষোলোকলা পূর্ণ হবে তখনই, যখন বাংলাদেশ সত্যি সত্যিই বিশ্ব মঞ্চে দাঁড়িয়ে এই ট্রফিটি জিততে পারবে। জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমানে বিসিবির নির্বাচক মিনহাজুল আবেদীন আশাবাদী, বাংলাদেশ সত্যি একদিন বৈশ্বিক শিরোপা জিতবে, ‘এই বিশ্বকাপ ট্রফি আশা করি আমাদের ঘরে আসবে। এখন আমরা যে প্রক্রিয়ায় এগিয়ে যাচ্ছি সামনের বিশ্বকাপে ভালো ফল হবে আশা করি। ‘বিশ্বকাপ’ শব্দটাই অন্য রকম। এটা সব সময়ই উজ্জীবিত করে তরুণ খেলোয়াড়দের। আমার বিশ্বাস আগামী বিশ্বকাপে আমরা ভালো করব।’

যে তরুণ খেলোয়াড়দের ওপর মিনহাজুলের ভীষণ আস্থা, তাঁদের একজন মেহেদী হাসান মিরাজ। ভাইরাস জ্বর সেরে গতকালই যোদ দিয়েছেন অনুশীলনে। সবকিছু ঠিকঠাক থাকলে ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপের দলে থাকবেন মিরাজ। দলের প্রতিনিধি হয়ে এলেন সংবাদমাধ্যমের সামনে। তিনিও আশার কথাই শোনালেন, ‘সবারই স্বপ্ন থাকে বিশ্বকাপে ভালো খেলার। আশা করি ভালো কিছুই হবে। দলের সবাই ট্রফি জেতার জন্যই খেলবে।’

আজ যমুনা ফিউচার পার্কে ট্রফিটি উন্মুক্ত থাকবে সর্বসাধারণের জন্য। সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত ট্রফিটি দেখতে পারবেন ক্রিকেটপ্রেমীরা। ১৯ অক্টোবর সিলেটে ঘুরে ২০ অক্টোবর ট্রফিটি যাবে চট্টগ্রামে। গত ২৭ অক্টোবর দুবাইয়ের আইসিসি সদর দপ্তর থেকে শুরু হয়েছে বিশ্বকাপ ট্রফির বিশ্ব ভ্রমণ। পাঁচ মহাদেশের ২১ দেশের মোট ৬০টি শহর পরিভ্রমণ শেষে আয়োজক ইংল্যান্ডে পৌঁছুবে করবে এটি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাশরাফি

১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ