বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
১ হাজার পিস ইয়াবাসহ পুলিশের হাতে ধরা পড়েছে কারারক্ষী আজেফা বেগম ও মাদক সম্রাট আবু বক্কর।
গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় দিনাজপুর প্রধান ডাকঘরের পিছনে ঈদগাবস্তি সড়কে কোতয়ালী থানার পরিদর্শক (অপারেশন) বজলুর রশিদ ১ হাজার পিস ইয়াবাসহ দিনাজপুর জেলা কারাগারের কারারক্ষী আজেফা বেগমকে হাতেনাতে ধরেন। এসময় অপর মাদক ব্যবসায়ী আবু বকর সিদ্দিককেও পুলিশ গ্রেফতার করতে সক্ষম হন। কোতয়ালী থানার পরিদর্শক (অপারেশন) বজলুর রশিদ জানান, পার্বতীপুরের আবু বকর সিদ্দিক ও কারাগারে থাকা তার স্ত্রী সুলতানা চিহ্নিত মাদক ব্যবসায়ী। মঙ্গলবার আবু বকর কারারক্ষী আজেফাকে কারাগার অভ্যন্তরে বিক্রির জন্য ১ হাজার পিস ইয়াবা দেয়। গোপন সংবাদের ভিত্তিতে ওৎ পেতে থাকা পুলিশ তাদের হাতেনাতে ধরেন। জেলার হুমায়ুন কবির জানান, মাদকসহ ধৃত কারারক্ষী আজেফা বেগমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে পরিদর্শক (অপারেশন) বজলুর রশিদ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।