Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চৌদ্দগ্রামে ডাকাতি করতে গিয়ে চিহ্নিত ডাকাত ইকবাল আটক

চৌদ্দগ্রাম উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০১৮, ৩:০৫ পিএম

কুমিল্লার চৌদ্দগ্রামে ডাকাতি করতে গিয়ে হাতেনাতে চিহ্নিত ডাকাত ইকবাল হোসেনকে আটক শেষে পুলিশের নিকট সোপর্দ করেছে জনতা। মঙ্গলবার ভোররাতে উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ফেলনা গ্রামে এ ঘটনা ঘটে। ইকবাল একই গ্রামের আলহাজ্ব মাধু মিয়া মজুমদারের ছেলে। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত আনুমানিক তিনটার দিকে ফেলনা গ্রামের ব্যবসায়ী মাওলানা জহিরুল ইসলাম জহিরের ঘরে চিহ্নিত ডাকাত ইকবাল সিঁদ কেটে প্রবেশ করে একটি মোবাইল সেট ও নগদ পাঁচ হাজার টাকা নিয়ে যায়। পরবর্তীতে পাশের ব্যবসায়ী শহিদুল ইসলামের ঘরে ঢুকে তার ব্যবহৃত মোটর সাইকেলটি চুরির উদ্দেশ্যে তাকে কুপিয়ে আহত করে। এসময় শহিদুলের স্ত্রী সাহসীকতার সাথে চিহ্নিত ডাকাত ইকবাল হোসেনকে আটক করে চিৎকার দিতে থাকে। আশ-পাশের লোকজন এসে তাৎক্ষনিক মাওলানা জহিরের মোবাইল সেটটি উদ্ধার করে। পরে তাকে থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। এরআগেও ইকবালকে পুলিশ বিভিন্ন চুরি-ডাকাতির ঘটনায় আটক করেছিল। জামিনে বেরিয়ে এসে সে আবারও চুরি-ডাকাতির সাথে জড়িয়ে পড়ে। দীর্ঘদিন পর তার আটকের খবরে এলাকার সাধারন মানুষ সন্তোষ প্রকাশ করেছেন।
এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার কর্তব্যরত অফিসার এসআই মনিরুজ্জামান চুরির ঘটনায় ইকবালকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ