রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ফেনীতে নৌকা মার্কার পক্ষে আনুষ্ঠানিক নির্বাচনী গণসংযোগ করলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। গত রোববার সন্ধ্যায় ফেনী প্রেসক্লাবের সামনে থেকে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ফেনী বাজারের বিভিন্ন অলিগলিতে গণসংযোগ করেন।
নিজাম হাজারী বলেন, আমরা উন্নয়নে বিশ্বাসী, বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে নৌকা মার্কায় ভোট দিন। দেশ বিরোধী সড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকতে ফেনীবাসীর প্রতি আহ্বান জানান। উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বির্নিমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন। শেখ হাসিনার নেতৃত্বে শান্তি, গণতন্ত্র, উন্নয়ন ও সমৃদ্ধির পথে দ্রুত এগিয়ে চলছে বাংলাদেশ। তাই এই ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর তিনটি আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দেবেন আমরা তাকে নৌকা মাকায় বিপুল ভোটে নির্বাচিত করব।
এসময় গণসংযোগ উপস্থিত ছিলেন, ফেনী জেলা আ.লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বি.কম, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জাহানারা বেগম সুরমা, ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন, পৌর আ.লীগের সভাপতি আইনুল কবির শামীম, সাধারণ সম্পাদক মো. আবদুল করিম, সাংগঠনিক সম্পাদক আবদুল আউয়াল সবুজ, সদর উপজেলা আ.লীগের সভাপতি করিম উল্যাহ বিকম, জেলা আ.লীগের কোষাধ্যক্ষ আলহাজ ফোরকান চৌধুরী, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, ছাগলনাইয়া পৌরসভার মেয়র মোহাম্মদ মোস্তফা, ফেনী পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, জেলা আ.লীগের দপ্তর সম্পাদক শহীদ খোন্দকার, উপ-প্রচার সম্পাদক আবু সুফিয়ানসহ বিপুল সংখ্যাক দলীয় নেতাকর্মী, পৌরসভার কাউন্সিলর, ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।