Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফের মনোবিদের স্মরণাপন্ন বিসিবি

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০১৮, ১২:০১ এএম

তীরে এসে তরী ডোবাটা বাংলাদেশ দলের জন্য মোটামুটি নিয়মিত ব্যাপারই হয়ে গেছে। বিশেষ করে ফাইনালে যখন প্রতিপক্ষ ভারত, বাংলাদেশ কেন যেন খেই হারিয়ে ফেলে। এই বছরেই নিদাহাস ট্রফি আর এশিয়া কাপে শেষ বলে গিয়ে হেরেছে ভারতের কাছে। চাপের মুহূর্তে ভেঙে পড়া, মাঠের বাইরে অনেক ক্রিকেটারের অনিয়ন্ত্রিত জীবন, ব্যক্তিগত ও পারিবারিক সমস্যা, সব মিলিয়েই একজন মনোবিদ আনার কথা গত কিছুদিন ধরে ভাবছিল বিসিবি। গত ৩০ অগাস্ট বিসিবি সভা শেষে মনোবিদ আনার প্রয়োজনীয়তার কথা বলেছিলেন বোর্ড সভাপতি নাজমুল হাসান। এশিয়া কাপ শেষেই মাশরাফি বিন মুর্তজা বলেছিলেন, সমস্যাটা মনস্তাত্বিক বা অন্য কিছুরও হতে পারে। গতকাল বিষয়টি নিশ্চিত করলেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান, সেই পুরনো ডা. আলী আজহার খান আবারও যোগ দিচ্ছেন দলের সঙ্গে।

সামনেই জিম্বাবুয়ে সিরিজ, ২১ অক্টোবর থেকে শুরু প্রথম ওয়ানডে। এর মধ্যে ছয়-সাত দিন আজহার দলের সঙ্গে থাকবেন বলে জানিয়েছেন আকরাম খান, ‘মনোবিদ যোগ দিয়েছে বাংলাদেশ দলের জন্য। সিরিজ চলাকালীন সময়ে বাংলাদেশ দলকে ছয় সাত দিন সময় দিবেন। ১৭ তারিখের দিকে আসবেন তিনি। উনার নাম আলী আজহার, যেহেতু উনি বাঙালি, বোঝাপড়ার ব্যাপারে এটা আমাদের প্লেয়ারদের জন্য ভাল হবে। তিনি খুব ব্যস্ত ছিলেন, আমি অনুরোধ করে তার সময় নিয়েছি। তিনি ১৭-১৮ তারিখ থেকে প্লেয়ারদের সাথে থাকবেন, ৬-৭ দিনের জন্য এবং প্লেয়ারদের সাথে সেশন করবেন।’

মনোবিদের সাহায্য বাংলাদেশ দলের জন্য নতুন কিছু নয়। আলী আজহার নিজেই চার বছর আগে বাংলাদেশ দলের স্বল্পমেয়াদে কাজ করেছেন। আজহার ছাড়াও চন্দিকা হাথুরুসিংহে বাংলাদেশের প্রধান কোচ থাকার সময় কাজ করেছেন অস্ট্রেলিয়ান মনোবিদ ফিল জোন্সি। ২০১১ বিশ্বকাপের আগে দলের সঙ্গে কাজ করেছিলেন ভারতীয় মনোবিদ সৌমেন্দ্র সাহাও।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিসিবি


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ