রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষীপুর-৩ (সদর) আসন থেকে মনোনয়নপ্রত্যাশী লক্ষীপুর জেলা আ.লীগের সভাপতি আলহাজ গোলাম ফারুক পিঙ্কু গত তিনদিন ধরে নিজ এলাকায় নৌকার পক্ষে ব্যাপক গণসংযোগ করেন। লক্ষীপুর সদর উপজেলার কুশাখালী, পুকুরদিয়া, শান্তিরহাট মান্দারী, বটতলী, হাজিরপাড়া, দত্তপাড়া চন্দ্রগঞ্জ বাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি সাধারণ জনগণের মাঝে আ.লীগ সকারের গত ১০ বছরের ব্যাপক উন্নয়নের চিত্র তুলে ধরে লিফলেট বিতরণ করেন। এ উন্নয়নের ধারাকে অব্যহত রাখার জন্য আবারো সকলকে একযোগে নৌকা প্রতীকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করার আহ্বান জনান। গণসংযোগের সময় আ.লীগ নেতা ছাব্বির আহম্মদ, চেয়ারম্যান নুরুল আমিন, মুনসুর আহম্মদ, কামাল উদ্দিন, চেয়ারম্যান আহসানুল কবির রিপন, চেয়ারম্যান শামছুল ইসলাম বাবুল ছাত্রলীগ নেতা রায়হান হোসেন তুষার, কৃষক লীগ নেতা মো.কাউছার, সেচ্ছাসেবক লীগ নেতা রাশেদ নিজামসহ জেলা ও উপজেলা আ.লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী তার সাথে উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।