Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৪৩-বিজিবি’র অভিযানে ভারতীয় মদ-মোটরসাইকেলসহ আটক ২

রামগড় (খাগড়াছড়ি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০১৮, ২:১৩ পিএম

দেশব্যাপী চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে মোটরসাইকেল যোগে বহনকারীর বস্তা তল্লাশি করে ভারতীয় ৬৯ বোতল মদ-১টি মোটর সাইকেলসহ ২জনকে আটক করেছে ৪৩ বিজিবি জোয়ানরা।
বিজিবি সূত্রে জানাগেছে, রবিবার(১৪ অক্টোবর) গভীর রাতে রামগড় ৪৩ বিজিবি অধীনস্ত হেয়াকো বিওপির একটি দল সরকার পাড়া রাস্তায় মোটর সাইকেল আরোহীর গতি থামিয়ে বস্তা তল্লাশি করলে এসব মালামাল পাওয়া যায়। আটকৃতরা হলেন, উভয়জন চট্রগ্রাম জেলার ভূজপুর থানার চিকনছড়া গ্রামের মো.ওবায়দুল হকের ছেলে জহির উদ্দিন (২৪), অপর জন মো.আব্দুল মালেক এর ছেলে আনোয়ার হোসেন(২৬) বলে জানাযায়।
৪৩বিজিবি কতৃপক্ষ এ প্রতিনিধিকে জানান, আটককৃতদের মাদক নিয়ন্ত্রন আইনে ভূজপুর থানায় সোর্পদ করা হয়েছে। তিনি আরো জানান, জোন আওতাধীন সীমান্ত এলাকায় মাদক নির্মূল না হওয়া পর্যন্ত মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ