Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বকাপে ফিট সাকিবকে চান পাপন

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

মাঝে তাকে নিয়ে কত শঙ্কা। কিছু গুজবও যে ছিল না তা বলা যাবে না। সাকিবের সুস্থ হতে নাকি বেশ সময় লাগবে, এমনকি তার ‘বিশ্বকাপ অনিশ্চিত’- এমন খবরও চাউর হয়ে পড়েছিল। কিন্তু এখন জানা যাচ্ছে সব খবর ছিল অতিরঞ্জিত। অস্ট্রেলিয়ায় চিকিৎসা শেষে আজই দেশে ফিরছেন সাবিক আল হাসান। সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে আজ বেলা ১২টায় ঢাকায় এসে পৌঁছার কথা সাকিবের।

আগের দিন রাতে দেশে ফেরার ইঙ্গিত দিয়ে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে সাকিব পোস্ট দেন, ‘সমগ্র বাংলাদেশ এবং বিশ্বজুরে আমার এত অগনিত এবং দারুণ সব ভক্তদের পেয়ে আমি সত্যিই অভিভূত, আবেগ আপ্লুত এবং সম্মানিত বোধ করছি। আপনাদের এত এত ভালবাসা এবং প্রার্থনার জন্য অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আমি খুব শীঘ্রই মাঠে ফিরবো এবং সম্মানের সাথে প্রাণপ্রিয় দেশের প্রতিনিধিত্ব করবো। আমার পক্ষ থেকে সবার জন্য ভালবাসা রইলো।’

তবে সাকিব দ্রুত মাঠে ফেরার ইচ্ছা প্রকাশ করলেও সেটা এবার চাইছে না বোর্ড। আগামী আড়াই থেকে তিন মাস তার মাঠের বাইরে থাকা প্রায় নিশ্চিত। এরপর ব্যথা কমে গেলে খেলতে পারবেন কোনো বিঘ্ব ছাড়াই। তবে ব্যথা করলে আবার আশ্রয় নিতে হবে সার্জনের। ব্যথা কমে গেলেও সাকিবকে খেলতে দিতে নারাজ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সেটা সাকিবের ভালো জন্যেই। আর সিামনে বিশ্বকাপের চিন্তা তো আছেই।

বিশেষজ্ঞ চিকিৎসকের বর্তমান হিসেব অনুযায়ী, আগামী জানুয়ারিতেই মাঠে ফিরতে পারবেন সাকিব। সবকিছু ঠিকঠাক থাকলে সে সময়ই বিপিএলের ষষ্ঠ আসর অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারের পূর্ণ সুস্থতার জন্য বিপিএলে অংশগ্রহণ না করার পক্ষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বিশ্বকাপের আগে ফিট হতে সাকিবের অস্ত্রোপচার করার জন্য ভালো সময় এটাই। তাই বোর্ড সভাপতির চাওয়া, আগামী দুই মাস বিশ্রাম করে অস্ত্রোপচার করেই পুরো ফিট হয়ে মাঠে ফিরুন সাকিব, ‘দুই মাস বিশ্রাম নিয়ে অস্ত্রোপচার করে ফেলাই ভালো। যথেষ্ট সময় আছে, বিশ্বকাপের আগে তাহলে সম্পূর্ণ সুস্থ সাকিবকে পাব। এখন যে সব খেলা আছে এসব না খেলাই ভালো। এটাই আমি মনে করি। কিন্তু আমার একার কথার ওপর হবে না।’

সাকিবের মতামত যদি বোর্ড সভাপতির সাথে মিলে যায়, তাহলে ঢাকা ডায়নামাইটস হারাবে তাদের আইকন ও অধিনায়ককে। এক্ষেত্রে বিপিএল গভর্নিং কাউন্সিল সমাধানের খোঁজ করবে উল্লেখ করে পাপন জানান, ‘ফ্র্যাঞ্চাইজির কথা চিন্তা করে একজন জাতীয় দলের খেলোয়াড়ের কী হবে, এত কিছু বলা মুশকিল। অবশ্যই তাদের সমস্যা হবে। বিপিএল গভর্নিং কাউন্সিলের সঙ্গে কথা বলে একটা সমাধান হয়তো তারা করবে। তবে সাকিবের পুরো ফিট হয়ে খেলা উচিত।’

বোর্ড সভাপতি আরও বলেন, ‘মানুষের মধ্যে যখন সন্দেহ এসেছে যে এশিয়া কাপ খেলার কারণে তার এমন হয়েছে, তাহলে এখন কোনো সিরিজ-টুর্নামেন্টে খেলার দরকার নেই। বিপিএল-আইপিএলের চেয়ে এশিয়া কাপ অনেক গুরুত্বপূর্ণ। এশিয়া কাপের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিশ্বকাপ। আমরা চাই বিশ্বকাপটা সে পুরোপুরি ফিট হয়ে খেলুক।’

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বকাপ

২৩ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ