Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

যুক্তরাষ্ট্রের মানবাধিকার উন্নয়ন করুন : বেইজিং

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

আমেরিকার মানবাধিকার পরিস্থিতির উন্নতি ঘটানোর জন্য ওয়াশিংটনের প্রতি আহবান জানিয়েছে বেইজিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু ক্যাং এ আহবান জানানোর পাশাপাশি সতর্ক করে দিয়ে বলেছেন, অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার কাজে আমেরিকা যেন মানবাধিকারকে হাতিয়ার হিসেবে ব্যবহার না করে। সা¤প্রতি একাধিক মার্কিন কর্মকর্তা চীনের মানবাধিকার পরিস্থিতির সমালোচনা করে বলেন, দেশটির জনগণের বাক স্বাধীনতা নেই। লু ক্যাং এ সম্পর্কে বলেন, আমেরিকার মানবাধিকার পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ হওয়ার কারণে দেশটিকে জাতিসংঘের মানবাধিকার পরিষদ থেকে বের করে দেয়া হয়েছে। কাজেই এমন একটি দেশের কর্মকর্তারা অন্য দেশের মানবাধিকার পরিস্থিতির সমালোচনা করার অধিকার রাখেন না। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, সাইবার জগতে গুপ্তচরবৃত্তির জন্য চীনকে অভিযুক্ত করা থেকেও আমেরিকাকে বিরত থাকতে হবে। চীন যদি সত্যিই গুপ্তচরবৃত্তি করে থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহবান জানান লু ক্যাং। তিনি বলেন, চীন নিজের সাইবার হামলার অন্যতম বড় শিকার হওয়ার কারণে দেশটি সাইবার জগতে গুপ্তচরবৃত্তিসহ সব ধরনের নাশকতামূলক তৎপরতার বিরোধী। পার্সটুডে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বেইজিং

১৫ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ